Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩:৪১, ৩১ মার্চ ২০২৩

সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে শান্তনার জয় পেলো আয়ারল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে শান্তনার জয় পেয়েছে আয়ারল্যান্ড। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ শুক্রবার শুরু থেকেই দাপট দেখাতে থাকে সফরকারীরা।বাংলাদেশের বিপক্ষে এদিন ৭ উইকেটের জয় নিয়ে সাদা বলের সিরিজ শেষ করেছে আইরিশরা। এই ম্যাচে বাংলাদেশ হারলেও সবসময় এমন এপ্রোচেই খেলতে চান তাসকিন আহমেদ। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তাসকিন বলেন, ‘আজকে হয়তো আমাদের ব্যাটিংয়ে ধস নেমেছে। এরকম ইন্টেন্ট না থাকলে কিন্তু দুইটা ম্যাচে ২০০ হতো না, এটা সত্যি কথা বুঝতে হবে। আমরা যদি আগামীতে টি-টোয়েন্টিতে ভালো করতে চাই আমাদের ইন্টেন্টটা থাকতে হবে। বোলার, ব্যাটার সবারই আগ্রাসী মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে।’

সামনে হয়ত এমন খেলতে গিয়ে ধস নামতে পারে সেটা মনে করিয়ে দিলেন তাসকিন, ‘কিছু কিছু দিন হয়ত এরকম ইন্টেন্ট দেখাতে গিয়ে ধস নামবে। এটাও আমরা মেনে নিয়ে এগোবো। এমন না যে ভয়ডর নিয়ে থাকব। ভবিষ্যতে এটা আমাদের সাহায্য করব। ব্যর্থতার ভয়টাকে বাদ দিয়ে ক্রিকেট খেলা। এই অভিপ্রায় আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।’ 

শেষ ম্যাচের ব্যাটিং নিয়ে তাসকিন বলছিলেন, ‘উইকেট ভালোই ছিল, দুর্ভাগ্যজনকভাবে আজ দ্রুত উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু ইন্টেন্ট আগের দুই ম্যাচের মতোই ছিল। তখন রান হয়েছে আজ দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে গেছে। আসলে আরেকটু ভালো ব্যাটিং হয়তো করতে পারতাম আমরা, কারণ আমাদের সেই সামর্থ্য আছে। দুর্ভাগ্যবশত সেটা হয়ে গেছে। কিন্তু আমাদের সবার ইন্টেন্ট এমন ছিল যে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলা, আক্রমণাত্মক খেলা। আজ আর কি বাজে একটা দিন ছিল আসলে।।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়