Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬, ৪ এপ্রিল ২০২৩

বঙ্গবাজারে আগুন : ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন সাকিব আল হাসান

রাজধানী ঢাকার বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্তব্ধ হয়ে গেছে গোটা দেশ। সাড়ে ছয় ঘণ্টা ধরে জ্বলা এ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৫ হাজার দোকানপাট। নিঃস্ব হয়ে গেছেন এই বৃহৎ বাজারের অধিকাংশ ব্যবসায়ী। এমন অবস্থায় একটু সহায়তা নিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশি ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সাহায্যের ঘোষণা দিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট করেছেন সাকিব। সেখানে তিনি লিখেছেন, সবাইকে আসসালামু আলাইকুম। রমজান মুবারাক। আমি নিশ্চিত আপনারা সকলেই বঙ্গবাজারের হৃদয়বিদারক ঘটনার কথা জানেন। যেখানে সবাই তাদের ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। যা খুব কঠিন এক সময়ে হয়েছে, বিশেষ করে পবিত্র রমজানে।

সাকিব লিখেন, এ কারণে আমি সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে ২০ হাজার টাকা দান করছি। এর মাধ্যমে আগামীকাল ক্ষতিগ্রস্তদের ইফতার করানো হবে যা মাস্তুল ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত হবে।

আমরা এই ভয়ানক পরিস্থিতিতে আমাদের ভাই ও বোনদের সাহায্য করার জন্য সবকিছু করতে সক্ষম নাও হতে পারি। কিন্তু আমরা তাদের দুঃখ-কষ্ট দূর করার জন্য কিছু করতে পারি। আসুন এখন একে অপরের পাশে দাঁড়াই, তাদের যেকোন উপায়ে সাহায্য করি এবং প্রত্যেকের জন্য একটি বরকতময় রমজান নিশ্চিত করি....

অপরদিকে বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান মঙ্গলবার (৪ এপ্রিল) নগর ভবনে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। 

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে, ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি নির্ধারণের পর তাদের পুনর্বাসন করা হবে।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়