Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:০৩, ৬ এপ্রিল ২০২৩

তৃতীয় দিনেও সুবিধা করতে পারছে না আইরিশরা

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিনের প্রথম ইনিংস খেলছে বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিনের প্রথম ইনিংস খেলছে বাংলাদেশ।

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের একমাত্র ম্যাচের দ্বিতীয় দিনেই ম্যাচের রাশ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সাকিব-মুশফিক, মেরাজ-লিটনদের ব্যাটিং তাণ্ডবের পর বোল হাতে সাকিব-তাইজুলের ঘূর্ণি সামলিয়ে উঠতে পারেনি আইরিশরা। ৪ উইকেট হারিয়ে তৃতীয় দিনে খেলতে নেমেও সুবিধা করতে পারছে না আইরিশ ব্যাটাররা। ফলতঃ, শরিফুলের বলে হারাতে হয়েছে একটি উইকেট। 

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে বড় লিড নিয়েছে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধাজনক অবস্থায় নেই আইরিশরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ পাঁচ উইকেটে ৫৬ রান। অল আউট হওয়ার আগে ৩৬৯ রান করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ২১৪ রান করা আইরিশরা পিছিয়ে আছে ৯৯ রানে।

১২৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন ব্যাট করতে নামে আইরিশরা। প্রথম ঘণ্টায় সাকিব-তাইজুলদের স্পিন আক্রমণ ভালোভাবেই সামলান হ্যারি টেক্টর ও পিটার মুর।

এ অবস্থায় আক্রমণে শরিফুল ইসলামকে নিয়ে আসেন সাকিব। প্রথম ডেলিভারিতেই মুরকে ফেরান তিনি। এ ব্যাটার করেন ১৬ রান। টেক্টর ২৫ ও লরকান টাকার ৫ রানে ব্যাট করছেন।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়