আই নিউজ ডেস্ক
আপডেট: ২২:৪৪, ২৩ এপ্রিল ২০২৩
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রানের পাহাড় চেন্নাইয়ের
অজিঙ্কা রাহানের বিধ্বংসী ইনিংসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রানপাহাড় গড়েছে চেন্নাই সুপার কিংস। যা আইপিএলের চলমান আসরে সর্বোচ্চ রানের ইনিংস। ২৪৪ স্ট্রাইকরেটে রাহানে মাত্র ২৯ বলে ৭১ রানের টর্নেডো ইনিংস খেলেছেন। এছাড়া ডেভিড কনওয়ে ও শিবাম দুবের অর্ধশতকের বিপরীতে কচুকাঁটা হয়েছেন কেকেআরের বোলাররা। নির্ধারিত ওভার শেষে লিটন দাসদের বিপক্ষে চেন্নাইয়ের সংগ্রহ ৪ উইকেটে ২৩৫ রান।
আজ (২৩ এপ্রিল) কলকাতার ইডেন গার্ডেন্সে লিটনবিহীন একাদশ নিয়ে ফিল্ডিংয়ে নামে নীতিশ রানার দল। ম্যাচের শুরু থেকেই কেকেআর বোলারদের ওপর চড়াও হয় চেন্নাই ব্যাটাররা। কেবল মাঠেই নয়, গ্যালারিতেও হলুদ জার্সিধারী সমর্থকরা আধিপত্য দেখাচ্ছে। ফলে ঘরের মাঠে হলেও চাপে রয়েছে কেকেআর।
ইনিংসের শুরু থেকেই দুই ওপেনার রুতুরাজ গাইকোয়াড় ও ডেভন কনওয়ে পেটাতে থাকেন ঝোড়ো গতিতে। পাওয়ার-প্লেতে দুজনে মিলে তুলেন ৫৯ রান। পরবর্তীতে দলীয় ৭৩ রানে তাদের উদ্বোধনী জুটি ভাঙে। সুইয়াশ শর্মার ঘূর্ণিতে সরাসরি বোল্ড হন রুতুরাজ। ২০ বলে ২ চার ও ৩ ছয়ে ৩৫ রান করেন এই চেন্নাই ওপেনার।
উইকেট পতনেও ম্যাচের গতি কমেনি চেন্নাইয়ের। কারণ তখনও তাণ্ডব চালিয়ে যাচ্ছিলেন কনওয়ে। পরে ধীরে ধীরে তা ব্যাটে গতি কমে আসে। বরুণ চক্রবর্তীর বলে ক্যাচ আউট হয়ে ৪০ বলে ৫৬ রান করে মাঠ ছাড়েন কনওয়ে। এরপর রাহানে ও দুবের ব্যাটে চড়ে উড়তে থাকে চেন্নাই। রাহানে ২৪ বলে ও দুবে হাফসেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ২০ বলে।
হাফসেঞ্চুরি পূর্ণ করে পরের বলেই সীমানাদড়ির কাছে জেসন রয়কে ক্যাচ দেন দুবে। দুবে মাঠে ছাড়লে ক্রিজে আসেন রবীন্দ্র জাদেজা। ৮ বলে ১৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে বিদায় নেন তিনি। ততক্ষণে রাহানে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। কলকাতার বোলারদের পিটিয়ে রীতিমতো কোণঠাসা করে দেন তিনি।
কলকাতার হয়ে সুইয়াশ শর্মা বাদে বাকি সব বোলারই ১০-এর বেশি গড়ে রান দিয়েছেন। খেজরলিয়া দুটি এবং বরুণ ও সুইয়াশ নেন এক করে উইকেট।
আই নিউজ/ইউএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা