Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:২৩, ২৬ এপ্রিল ২০২৩

কলকাতার হয়ে আজ সুযোগ পাবেন লিটন?

কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে লিটন কুমার দাস। ছবি- দ্য ডেইলি স্টার

কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে লিটন কুমার দাস। ছবি- দ্য ডেইলি স্টার

আইপিএলের এবারের আসরে বাঙালি দর্শক-সমর্থকদের বেশিরভাগের উন্মাদনা লিটন দাসকে ঘিরে। অনেক জল্পনা-কল্পনার পর এক ম্যাচে সুযোগ পেলেও ব্যাটে এমনকি উইকেটের পেছনেও দারুণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন এই ব্যাটার-উইকেট কিপার। এরপরের ম্যাচেই বসিয়ে রাখা হয়েছে লিটনকে। রয়েলে চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে আজকে আবার কলকাতার ম্যাচ। এই ম্যাচে দেখা যাবে লিটন দাসকে? কেননা, তাকে দলে রাখতে হলে বাদ দিতে হবে সুনিল নারিনকে।

আইপিএলের এই আসরে খারাপ সময় পার করছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে পয়েন্ট টেবিলে আটে আছে দলটি। দলে বারবার পরিবর্তন এনেও হচ্ছে না লাভ। লিটন, নারিন দুজনেই ব্যর্থ হয়েছেন নিজেদের জায়গায়। 

বুধবার (২৬ এপ্রিল) বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে কলকাতা। ওই ম্যাচ হারলেই আইপিএলের প্লে অফের স্বপ্ন একপ্রকার শেষ হয়ে যাবে দু’বারের চ্যাম্পিয়ন দলটির। তাই আজকের ম্যাচে লিটনকে খেলানো হবে না সুনীল নারিনকে খেলানো হবে তা নিয়ে বেশ কড়াভাবে ভেবে সিদ্ধান্ত নেবে কলকাতা। 

ঘুরে দাঁড়ানোর এমন কণ্টক হিসেবের ম্যাচে কি বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং ব্যাটার লিটন দাস জায়গা পাবেন? কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন বলছে- লিটনকে একাদশে ফেরানো উচিত। সেক্ষেত্রে সুনিল নারিনকে বসিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। 

কারণ হিসেবে তারা বলছে- সুনীল নারিন শুরু থেকেই নিয়মিত খেলছেন। কিন্তু ব্যাটে-বলে নিজের ছায়া হয়ে আছেন এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার। ব্যাঙ্গালুরুর মাঠ আবার ব্যাটিং সহায়ক। স্পিনার নারিনের ওই উইকেট থেকে সুবিধা আদায়ের সুযোগ কম বলেও মনে করা হচ্ছে। তাকে বসিয়ে লিটনকে খেলানো সমীচীন ভাবা হচ্ছে। 

এছাড়া এক ম্যাচ দেখেই লিটনকে বসিয়ে দেওয়া যুক্তিযুক্ত নয় বলে উল্লেখ করা হয়েছে। লিটন দাস ঘরের মাঠে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে ভালো করেছেন। কেকেআরের অনুশীলনেও সাবলীল দেখা গেছে তাকে। আগামী মে মাসের শুরুতে আবার আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে সিরিজ আছে বাংলাদেশের। লিটন সুযোগ না পেলে কার্যত শুরুতেই তার আইপিএল ক্যারিয়ার শেষ হয়ে যাবে। 

কেকেআরের সম্ভাব্য একাদশ: জেসন রয়, লিটন দাস, ভেঙ্কাটেশ আয়ার, নিতিশ রানা, রিংকু সিং, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, টিম সাউদি, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা এবং উমেশ যাদব।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়