Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ০০:১৪, ৮ মে ২০২৩

সাত নম্বরে ব্যাটিংকে ‘থ্যাংকসলেস জব’ বলছেন তামিম

গেল দুই সিরিজে বাংলাদেশ আগের কম্বিনেশন থেকে বের হয়ে এসেছে। কেননা আগের সিরিজগুলোতে দেখা গেছে যে একাদশে সাত জন বিশেষজ্ঞ ব্যাটার নিয়ে খেলেছে বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, ছয় জন ব্যাটারের পাশাপাশি পাঁচ জন বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলছে টাইগাররা। তবে অধিনায়ক তামিম ইকবালের কাছে সাত নম্বর পজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ রোববার ইংল্যান্ডে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম বলেন, ‘৭ নম্বর খুবই গুরুত্বপূর্ণ পজিশন। যেটা আপনাকে সাক্ষাৎকারের শুরুতে বললাম। কারণ মিরাজ দেখিয়েছে যে তার সক্ষমতা আছে। বিশেষ করে ভারত সিরিজে সে একাই আমাদের সিরিজ জিতিয়েছে। সেটাও ব্যাটিং দিয়ে। ওই সুবিধাটা আমরা পাই এই কারণে ৭ নম্বরে যদি খেলাতে পারি তাহলে আমরা একেজন বোলার বেশি খেলাতে পারব। এই কম্বিনেশনগুলাই লাস্ট সিরিজ, এই সিরিজ বা পরবর্তী সিরিজে দেখব। আপনার যখন ৬ জন বোলার থাকবে তখন আপনি অনেক কিছু করতে পারবেন।’

তামিমের মতে, সাত নম্বর পজিশনে ২৫ রানও অনেকক্ষেত্রে পঞ্চাশ রানের মতো, ‘পাঁচটা বোলার থাকলে যেকোনো একদিন যদি কারও খারাপ যায় তখন আপনি অধিনায়ক ও দল হিসেবে বিপাকে পড়বেন। এই কম্বিনেশনগুলা আমরা দেখছি। ৭ নম্বর খুবই গুরুত্বপূর্ণ পজিশন আর আমি আগেও বলেছি এই পজিশনে খুব বেশি সাধুবাদ পায় না। ৭ নম্বরে কখনও কখনও ২৫ রান ফিফটির সমান।'

এই সাত নম্বর পজিশনকে তামিম থ্যাংকলেস জবের সাথে তুলনা করে বলেন, '২৫ রান করে কেউ যদি আউট হয়ে যায় তিনদিন পর আমরা বলি যে ওতো রান করছে না। এটা আসলে থ্যাংকসলেস পজিশন। আমার কাছে মনে হয় ওই পজিশনের জন্য আমাদের হাতে ২-৩ জন আছে। যে সেই জায়গার জন্য উপযুক্ত হবে আমরা তাকেই খেলাবো।’

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়