আই নিউজ ডেস্ক
বাংলাদেশ–আয়ারল্যান্ড খেলা দেখবেন কীভাবে
ভাববেন না প্রশ্নটা করা হয়েছে খেলা দেখার উপায় বাতলে দেওয়ার জন্য। প্রশ্নের এই ‘কীভাবে’ আসলে একটা অনিশ্চয়তা থেকে। আজ রাত পেরিয়ে কাল বিকেলে ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। অথচ আজ এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশে কারা খেলা দেখাবে বা আদৌ কোনো সম্প্রচারকারী খেলা দেখাবে কি না, নিশ্চিত হওয়া যায়নি কিছুই।
আইসিসি টিভির ওয়েবসাইটে অবশ্য দেখাচ্ছে, সিরিজের তিনটি ম্যাচই তারা সম্প্রচার করবে। তবে এই ওয়েবসাইট থেকে বাংলাদেশে খেলা দেখা যাবে কি না, সেটিও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এর আগে গত বছর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খেলা অবশ্য দেখা গিয়েছিল এই ওয়েবসাইটে।
ক্রিকেট আয়ারল্যান্ডের কাছ থেকে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের ম্যাচগুলো বাংলাদেশে দেখানোর স্বত্ব কিনে নিয়েছে টোটাল স্পোর্টস ম্যানেজমেন্ট (টিএসএম)। কিন্তু বাংলাদেশের কোনো সম্প্রচারমাধ্যমের কাছেই এখন পর্যন্ত তারা তা বিক্রি করতে পারেনি। যোগাযোগ করা হলে টিএসএমের প্রধান নির্বাহী মঈনুল হক চৌধুরী প্রথম আলোকে হোয়াটসঅ্যাপে বলেন, ‘বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল বা আর কোনো সম্প্রচারমাধ্যম এখন পর্যন্ত খেলা দেখানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি।’
জানা গেছে, বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসকে খেলা দেখানোর প্রস্তাব দিয়েছিল টিএসএম। কোনো টেলিভিশন চ্যানেলের নাম উল্লেখ না করলেও সেই আভাস আছে মঈনুলের কথায়, ‘বাংলাদেশে যারা নিয়মিত খেলা দেখায়, এ রকম একাধিক চ্যানেলকে আমাদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। বিটিভিকেও ই–মেইলে খেলা দেখানোর প্রস্তাব দেওয়া হয়েছে। কোনো জায়গা থেকেই ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।’
টি স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক মুঠোফোনে বলেছেন, বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের খেলা দেখানোর প্রস্তাব তাঁরা পেয়েছিলেন। কিন্তু প্রস্তাবটি তাঁদের কাছে ব্যবসায়িকভাবে লাভজনক মনে হয়নি, ‘খেলা দেখানোর জন্য যে টাকা চাওয়া হয়েছে, তা দিয়ে ফিড কিনে খেলা সম্প্রচার করলে সেটা আমাদের জন্য লাভজনক হবে না। বর্তমান যে বাজার পরিস্থিতি, তাতে স্পনসরদের কাছ থেকে আমরা এত টাকা পাব না। সে জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের পক্ষে খেলা দেখানো সম্ভব হচ্ছে না।’
টিএসএম স্বাভাবিকের চেয়ে অনেক বেশি টাকা দাবি করেছে কি না, এমন প্রশ্নে ইশতিয়াক সাদেক বলেছেন, ‘অনেক বেশি টাকা চায়নি। অন্যান্য অ্যাওয়ে সিরিজের তুলনায় ১০-১৫ শতাংশের মতো বেশি চেয়েছে।’
সিরিজ উপলক্ষে বর্তমানে লন্ডনে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীসহ আরও কয়েকজন কর্মকর্তা। বাংলাদেশে এই সিরিজের খেলা দেখা নিয়ে যে অনিশ্চয়তা, সেটি উদ্বিগ্ন করছে তাঁদেরও। লন্ডন থেকে হোয়াটসঅ্যাপে নিজাম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেছেন, ‘বিষয়টা নিয়ে আমরা আমাদের উদ্বেগের কথা আয়ারল্যান্ড ক্রিকেটকে জানিয়েছি। আমাদের দেশে ক্রিকেটের জনপ্রিয়তা, এই সিরিজ নিয়ে মানুষের আগ্রহ—সব বিবেচনা করে বাংলাদেশে খেলা দেখানোর ব্যবস্থা করা যায় কি না, সে ব্যাপারে বিসিবির পক্ষ থেকে তাদের অনুরোধ করা হয়েছে।’
পরিস্থিতি যা, তাতে বাংলাদেশ থেকে আয়ারল্যান্ড সিরিজের খেলা দেখার উপায় হতে পারে একটাই—আইসিসি টিভি। তবে বাংলাদেশের জন্য সম্প্রচারস্বত্ব কিনে নেওয়া টিএসএমের পক্ষ থেকে জানানো হয়েছে, সে ক্ষেত্রে উদ্যোগটা নিতে হবে ক্রিকেট আয়ারল্যান্ডকে। আগে টিএসএমের সঙ্গে করা সম্প্রচার চুক্তি প্রত্যাহার করতে হবে তাদের।
আইনিউজ/ইউএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা