Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৫৫, ১১ মে ২০২৩

পাকিস্তানের সাথে স্টেডিয়াম ভাগ করতে চায় না বিসিবি 

আসন্ন এশিয়া কাপের স্টেডিয়াম বা ভেন্যু নিয়ে দেখা দিয়েছে নতুন সমস্যা। এবারের এশিয়া কাপ ক্রিকেটের আয়োজক দেশ পাকিস্তান। সে হিসেবে পাকিস্তানের স্টেডিয়ামের আয়োজিত হবে টুর্ণামেন্টের সবগুলো ম্যাচ। কিন্তু ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার রেশ যে এ দুই দেশের ক্রিকেটেও আছে তা সবার জানা। 

তাই ভারত খেলবে না পাকিস্তানে গিয়ে। ফলে পাকিস্তানকে বিকল্প ভেন্যু দেখতে হচ্ছে ভারতের জন্য আর সেটি পাকিস্তানের বাইরে। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কে পাকিস্তান ‘হাইব্রিড মডেল’ প্রস্তাব করেছে। অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এমন সিদ্ধান্তে ‘না’ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মূলত রাজনৈতিক বৈরিতার কারণে ভারত-পাকিস্তানের সম্পর্ক ততটা সুখকর নয়। এর প্রভাব পড়েছে ক্রিকেটের মাঠেও। এজন্য আসন্ন এশিয়া কাপেও পাকিস্তানে যেতে চায় না ভারত। তাই রোহিত শর্মাদের জন্য বিকল্প ভেন্যুর ব্যবস্থা করেছে পিসিবি।

পিসিবির এমন সিদ্ধান্তে শুরু থেকেই রাজি হয়নি বিসিবি। তাদের সঙ্গে হাইব্রিড মডেলে আগ্রহ দেখায়নি শ্রীলংকা ক্রিকেট বোর্ডও।

হাইব্রিড মডেল অনুযায়ী, এশিয়া কাপের সব ম্যাচ পাকিস্তানেই হবে। শুধু ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে। যা হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতে খেলতে রাজি না বাংলাদেশ ও শ্রীলংকা। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে আবহাওয়া। এবারো এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা সেপ্টেম্বরে। যেখানে সেপ্টেম্বরে আমিরাতে থাকে প্রচণ্ড গরম। এর আগে ওয়ানডে সংস্করণের ২০১৮ এশিয়া কাপ হয়েছিল ১৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর।

তবে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছে না বিসিবি। এ মুহূর্তে ইংল্যান্ডে থাকা বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘এটা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও তার সদস্য বোর্ডগুলোর ব্যাপারে। এটি নিয়ে কোনো মন্তব্য করতে পারব না।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়