আই নিউজ ডেস্ক
বাংলাদেশে দুই ভাগে সিরিজ খেলবে আফগানিস্তান!
বর্তমানে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। এরপর আগামী জুনে টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে আসবে আফগানিস্তান। বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া ওই সিরিজে সফরকারীরা একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। যদিও এর আগে তাদের দুটি টেস্ট খেলার কথা ছিল, পরবর্তীতে ব্যস্ত সূচির কারণে একটি টেস্ট বাতিল করে বিসিবি।
প্রথমে এক ভাগে বাংলাদেশে আসার কথা থাকলেও, এখন দুই ভাগে সিরিজটি খেলতে চাচ্ছে আফগানিস্তান। জানা গেছে, সাকিব আল হাসানদের বিপক্ষে প্রথম দফা খেলার পর আফগানরা ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে। এরপরই আবারও বাংলাদেশে আসবে তারা। সূচি অনুযায়ী আফগানরা জুলাই মাসে সিরিজের বাকি অংশ খেলবে।
এর আগে জুনের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে পা রাখবে রশিদ খানের দল। একটি টেস্ট খেলেই তারা ভারতে রওনা হবে। সেখানে রোহিত শর্মাদের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান।
যদিও এখন পর্যন্ত আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি চূড়ান্ত হয়নি। তবে জানা গেছে, ১৪ জুন থেকে শুরু হতে পারে একমাত্র টেস্টটি। এরপর জুলাইয়ের প্রথম সপ্তাহে হবে সিরিজের বাকি অংশ।
আইনিউজ/ইউএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা