Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫০, ১৪ মে ২০২৩

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

দ্বিতীয় ওয়ানডেতে দারুণ জয়ের পর ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ দল সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে আগে ব্যাটিং পেয়েছে। সাকিব আল হাসানের চোটে একাদশে বদল অনুমিতই ছিল,  বদল এসেছে তিনটি। অভিষেক হয়েছে ব্যাটার রনি তালুকদার আর অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীর।

রোববার চেমসফোর্ডে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড ও বাংলাদেশ। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ। এই ম্যাচ জিতলে সিরিজ নিশ্চিত হবে তামিম ইকবালের দলের, আইরিশরা জিতলে সিরিজ হবে ড্র।

দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ নিতে গিয়ে আঙুলে চিড় ধরায় ৬ সপ্তাহের জন্য ছিটকে গেছেন শীর্ষ অলরাউন্ডার সাকিব। তার জায়গায় ব্যাটার রনিকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এর আগে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেললেও এবারই প্রথম ওয়ানডেতে সুযোগ পেয়েছেন রনি। 

বদল  এসেছে আরও দুটি। দ্বিতীয় ম্যাচে খরুচে বল করে জায়গা হারিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম আর বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। শরিফুলের বদলে একাদশে এসেছেন মোস্তাফিজুর রহমান। তাইজুলের জায়গায় বাঁহাতি পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয়কে সুযোগ দেওয়া হয়েছে। 

সিরিজ হার এড়াতে মরিয়া আয়ারল্যান্ডও একাদশে একটি বদল এনেছে। পেসার গ্রাহাম হিউমের জায়গায় খেলছেন আরেক পেসার ক্রেইগ ইয়ং।   

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত,  তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, রনি তালুকদার, মেহেদী হাসান মিরাজ,  মৃত্যুঞ্জয় চৌধুরী, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ: স্টিফেন ডোহানি, পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবার্নি, হ্যারি টেক্টর, লোরকান টাকার, কার্টিস ক্যাম্ফের, জর্জ ডকরেল, মার্ক অ্যাডায়ার, ক্রেইগ ইয়ং, জস লিটল।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়