Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:০৮, ১৬ মে ২০২৩

সৌদি গুঞ্জন সত্য নাকি বার্সাতেই যাচ্ছেন মেসি? 

দীর্ঘ চার বছর পর লা লিগায় শিরোপা জয়ের খরা কেটেছে বার্সেলোনার। সোমবার এস্পানিওলকে হারিয়ে ২৭তম লা লিগা ট্রফি ঘরে তুলেছে বার্সা। এতে উৎসবের নগরীতে পরিণত হয়েছে বার্সা। এই আনন্দে নতুন মাত্রা যোগ করলেন খোদ বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা। মেসিকে সাবেক ক্লাবে ফেরাতে বার্সা যে উন্মুখ হয়ে আছে তাই যেন প্রকাশ্যে আনলেন বার্সা সভাপতি। 

আগামী জুনে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। এরপর লিওর নতুন ঠিকানা কোথায় হচ্ছে, তা নিয়ে চলছে জোর গুঞ্জন। তবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সাবেক ক্লাব বার্সেলোনা ও সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালের নাম।

মেসিকে নিয়ে সৌদি আরবকে সতর্ক করেছেন হোয়ান লাপোর্তা। বার্সা সভাপতি বলেন, বার্সেলোনা মেসির ঘর।স্প্যানিশ ব্রডকাস্টার টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, মেসিকে স্বাক্ষর করাতে যে কারো সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে পারে বার্সা। 

তিনি বলেন, ‘ইতিহাস আমাদের পেছনে আছে। পৃথিবীজুড়ে আমাদের ৪০০ মিলিয়ন সমর্থকও আছে। সে এখন পিএসজির খেলোয়াড় এবং আমাদের এই মৌসুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর আমরা আরো শান্তভাবে এই ব্যাপারে কথা বলব।’

মেসিকে ফেরানোর ব্যাপারে ইতিবাচক লাপোর্তা সবুজ সংকেতও পেয়েছেন। সেই কারণে বোধ হয় সৌদিকে একটু সাবধান করে দিলেন তিনি। বার্সা সভাপতি বলেছেন, ‘সৌদি আরবের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বার্সা বার্সায় এবং এটি (মেসি) ঘর।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়