Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৯, ১৭ মে ২০২৩

আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ করলো বিসিবি

সফল আয়ারল্যান্ড সিরিজ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। চলতি মাসে কোন সিরিজ না থাকায় লম্বা ছুটি পাচ্ছেন ক্রিকেটাররা। তবে ঘরের মাঠে আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সেই সিরিজকে সামনে রেখে চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (১৭ মে) সূচি প্রকাশ করে বিসিবি। আগামী ১০ জুন বাংলাদেশে আসবে আফগানিস্তান দল। ১৪ জুন শুরু হবে একমাত্র টেস্ট। সেই ম্যাচ শেষ করে ১৯ জুন সিরিজ খেলতে ভারতে উড়াল দেবে আফগানরা। এরপর তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পুনরায় বাংলাদেশে আসবে আফগানিস্তান। 

সিরিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ৫, ৮ ও ১১ জুলাই। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৪ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ম্যাচ।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়