নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বিশ্বকাপ দল কেমন হবে, জানালেন পাপন
ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ। ক্রিকেটাররা দীর্ঘ এক মাসের ছুটিতে থাকলেও, ব্শ্বিকাপ দলে কারা থাকবেন তা নিয়ে জল্পনা চলছেই।
সাকিব আল হাসান, তামিম ইকবাল ও লিটন দাসের মতো ক্রিকেটারদের দলে থাকা নিশ্চিত থাকলেও, কয়েকজনকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে। সেই দলে থাকতে পারেন নাঈম শেখ ও এনামুল হক বিজয়ও। তাদেরও সুযোগ রয়েছে বলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন।
আজ (১৮ মে) মিরপুর শের-ই বাংলার মাঠে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিসিবি প্রধান। তিনি বলছেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন কারা থাকবে দলে, তাহলে বলব তামিম, লিটন, শান্ত, হৃদয়, মুশফিক, সাকিব। এই ছয়জনের মধ্যে কাউকে তো আপনারা বাদ দিবেন বলে মনে হয় না।
ওপেনিংয়ে নাঈম শেখ ও বিজয় তারাও ভালো পারফর্ম করছে, তারাও আসতে পারে। তবে কে আসবে আমি জানি না। আমার ধারণা ওপেনিংয়ে তারা (বাড়তি) একজনকে নেবে। ইনজুরির জন্য ব্যাকআপ লাগবে।’ সম্প্রতি শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএলে) দারুণ ব্যাট করেছেন নাঈম শেখ ও এনামুল বিজয়।
দুজনেই খেলেছেন মোহামেডানের হয়ে। তাই তো তারা জাতীয় দলের আসন্ন পরিকল্পনায় আছেন কিনা সেই আলোচনা তৈরি হয়। বিশ্বকাপে পাপন তাদেরও সুযোগ আছে বলে মনে করেন।
আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে বসছে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। দলে কয়জন পেসার থাকবে সেই বিষয়েও কথা বলেছেন বিসিবি সভাপতি, ‘আমার ধারণা তিনজন পেসার একাদশে থাকবে, এটা নিশ্চিত।
সাকিব যদি থাকে, তার বাইরে একজন স্পিনার খেলবে। পাঁচটা বোলার ছাড়া তো বিশ্বকাপে খেলবেন না। হাসান আছে, তাসকিন, শরিফুল, ইবাদত ও মুস্তাফিজ আছে। যে কেউ খেলতে পারে। চারজন পেসারও খেলাতে পারে।
যদি তিনজন স্পিনার নিয়ে খেলে তার মানে ছয়জন বোলার নিয়ে খেলাতে চায়। তাহলে বাড়তি স্পিনার লাগবে, সেখানে আছে মেহেদী হাসান মিরাজ।
আমার মনে হয় না কেউ বলবে মিরাজকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়া উচিত।’ একাদশ কেমন হবে সেটা অবশ্য জানেন না উল্লেখ করে পাপন বলছেন, ‘কোনো কারণে পাঁচ বোলার নিয়ে খেললে একটা সুযোগ আসে একজন বাড়তি ব্যাটার খেলানোর।
এখন স্কোয়াডে আছে ইয়াসির রাব্বি। স্কোয়াডে নাই, কিন্তু যেকোনো সময় ঢুকতে পারে আফিফ, মাহমুদউল্লাহ কিংবা মোসাদ্দেক।
যদি আমি পাঁচ বোলার নিয়ে খেলি, কোনো কারণে ম্যাচে একটা বোলার চোটে পড়লে বলটা করবে কে? এজন্য অলরাউন্ডার পেলে ভালো হয়। আল্টিমেটলি নান্নু কি করবে জানি না, আমি আমার মতামত জানিয়েছি।
আইনিউজ/ইউএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা