Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৪১, ২১ মে ২০২৩

ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

এল সালভাদরের রাজধানী স্যান সালভাদরে একটি ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে দুই নারীসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনায় অনেকেই হতাহতও হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। মৃত সবার বয়স আঠারো বছরের বেশি বলে খবর প্রকাশ করেছে বিবিসি।

পিএনসি জানায়, 'তথ্য অনুসারে ধারণা করা হচ্ছে আলিয়ানজা এবং এফএএসের মধ্যে ম্যাচ দেখতে প্রবেশ করার সময় পদদলিত হওয়ার ঘটনা ঘটে।' 

সালভাদরের স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাবি টুইটারে বলেন, জরুরি দল মোতায়েন করা হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার কুসকাতলান স্টেডিয়ামে স্থানীয় ফুটবল দল আলিয়েনজা ও সান্তা অ্যানাভিত্তিক দল ফাসের মধ্যকার খেলা চলার সময় এই পদদলনের ঘটনা ঘটে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অপ্রাপ্তবয়স্কসহ প্রায় ৯০ জন আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বেশিরভাগের অবস্থা 'স্থিতিশীল' রয়েছে। 

দেশটির প্রেসিডেন্ট নায়েব বুকেল জানান, জাতীয় পুলিশ এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এই ঘটনার তদন্ত করবে।

তিনি টুইটে আরও বলেন, প্রত্যেককে তদন্ত করা হবে: দল, ম্যানেজার, স্টেডিয়াম, টিকিট অফিস, লীগ, ফেডারেশন, ইত্যাদি। অপরাধী যেই হোক না কেন, তারা শাস্তির বাইরে যাবে না।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়