আই নিউজ ডেস্ক
হায়দরাবাদকে হারিয়েও বেঙ্গালুরুর দিকে তাকিয়ে মুম্বাই
প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না মুম্বাই ইন্ডিয়ান্সের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যামেরুন গ্রিনের সেঞ্চুরিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে রোহিত হসর্মার দল।
তবে তা প্লে অফ নিশ্চিত করার জন্য যথেষ্ট হয়নি। পরের পর্বে যেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে পাঁচ বারের চ্যাম্পিয়নদের। এই ম্যাচে বেঙ্গালুরু জিতলে ছিটকে যাবে মুম্বাই, আর গুজরাট জিতলে প্লে অফের টিকিট পাবে রোহিত শর্মার দল।
বড় লক্ষ্যে খেলতে নেমে মুম্বাইকে ভালো শুরু এনে দিতে পারেননি ওপেনাররা। ব্যক্তিগত ১৪ রানে ফিরে যান ইশান কিশান। এরপর রোহিত শর্মাকে নিয়ে মুম্বাইয়ের ইনিংস টেনে নিয়ে যান ক্যামেরন গ্রিন। এই দুজনে দ্বিতীয় উইকেটে যোগ করেন ১২৮ রান। রোহিত ফেরান ৩৭ বলে ৫৬ রান করে। এরপর সূর্যকুমার যাদবকে নিয়ে মুম্বাইয়ের জয় নিশ্চিত করেন গ্রিন। তিনি অপরাজিত ছিলেন ৪৭ বলে ১০৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে। সূর্যকুমার ১৬ বলে ২৫ রান করে গ্রিনকে দারুণ সঙ্গ দিয়েছেন।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ভিভ্রান্ত শর্মা ও মায়াঙ্ক আগারওয়াল। এই দুই ওপেনার মিলেই প্রায় ১৪ ওভারে যোগ করেছেন ১৪০ রান। যদিও পরের ব্যাটারদের ব্যর্থতায় সংগ্রহটাকে দুইশোর বেশি বাড়তে পারেনি দলটি।
ভিভ্রান্ত ৪৭ বলে ৬৯ রান করে আউট হয়েছেন। তার ইনিংস জুড়ে ছিল ২টি ছক্কা ও ৯টি চারের মার। আরেক ওপেনার মায়াঙ্ক করেন ৪৬ বলে ৮৩ রান। এরপর হ্যানরিখ ক্লাসেনের ১৩ বলে ১৮ ও অধিনায়ক এইডেন মার্করামের ৭ বলে ১৩ রান ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি।
মুম্বাইয়ের বোলারদের মধ্যে একাই ৪ উইকেট নিয়েছেন আকাশ মাধওয়াল। নিজের শেষ ওভার করতে এসে টানা দুই বলে তিনি ফিরিয়েছেন ক্লাসেন ও হ্যারি ব্রুককে। এ ছাড়া একটি উইকেট নিয়েছিলেন ইংলিশ পেসার ক্রিস জর্ডান।
আইনিউজ/ইউএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা