আই নিউজ ডেস্ক
গলের হয়ে এলপিএল খেলবেন সাকিব
আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) টি২০ আসরে খেলতে নিবন্ধন করা ক্রিকেটারদের নিলাম আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে। সেখানে মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাসেরও নাম আছে। তবে সাকিব আল হাসান নিলাম থেকে নাম প্রত্যাহার করে ‘সরাসরি চুক্তিতে ইচ্ছুক’ ক্যাটাগোরিতে নাম দেন।
সেই তালিকায় অন্য ক্রিকেটারদের সঙ্গে বাঁহাতি অলরাউন্ডার সাকিবও দল পেয়েছেন। তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে গল গ্ল্যাডিয়েটর্স। এর আগে এই আসরে খেলেননি সাকিব। ৩০ জুলাই মাঠে গড়ানোর কথা রয়েছে চতুর্থ এলপিএল। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। এই সময়ে বাংলাদেশ দলের কোনো খেলা না থাকায় পুরো আসরেই সাকিবের খেলার সম্ভাবনা রয়েছে।
প্রাথমিকভাবে ১৫ মে পর্যন্ত এলপিএল প্লেয়ার্স ড্রাফটের জন্য বিভিন্ন দেশের ক্রিকেটারদের নিবন্ধনের সুযোগ ছিল। পরে সেটি বাড়িয়ে ২৫ মে পর্যন্ত করা হয়। সেই সময়ের মধ্যে বাংলাদেশের ৪ ক্রিকেটার নিবন্ধন করেন। তবে পরবর্তীতে সাকিব নিজের নাম প্রত্যাহার করে সরাসরি চুক্তির ইচ্ছা জানান। মঙ্গলবার শ্রীলঙ্কা ক্রিকেট থেকে জানানো হয়েছে ৫ দলে সরাসরি চুক্তিতে কোনো ক্রিকেটাররা জায়গা পেয়েছেন। সরাসরি চুক্তিতে দেশী ও বিদেশী ২ জন করে নিতে পারবে প্রতিটি দল। সেখানে গল গ্ল্যাডিয়েটর্সে সাকিব ছাড়াও সরাসরি চুক্তিতে এসেছেন শ্রীলঙ্কার দাসুন শানাকা ও ভানুকা রাজাপক্ষে এবং দক্ষিণ আফ্রিকার তাবরেজ শামসি।
এলপিএলের চতুর্থ আসরটির পর্দা উঠবে ৩০ জুলাই। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। নিবন্ধনকৃত সব ক্রিকেটারকে নিয়ে কলম্বোয় ড্রাফট অনুষ্ঠিত হবে ১১ জুন। সেদিনই লিটন, আফিফ ও মুশফিকের ভাগ্য নির্ধারণ হবে। এবারও ৫ দল- গল গ্ল্যাডিয়েটর্স, ডাম্বুলা অরা, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকন্স এলপিএল প্রতিযোগিতায় থাকছে। কলম্বো ও ক্যান্ডি- এই দুই ভেন্যুতে এলপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রতিটি দল ৬ জন বিদেশী ক্রিকেটারকে দলভুক্ত করতে পারবে। আফিফ গত বছর এবং তার আগে তামিম ইকবাল ও মুশফিক এলপিএল খেলেন। ২০১২ সালে প্রথমবার যখন শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এসএলপিএল) হিসেবে যাত্রা শুরু হয় এই আসরের, তখন সাকিবকে দলে ভেড়ায় উথুরা রুদ্রস। কিন্তু ইনজুরির কারণে খেলতে পারেননি বাংলাদেশের বাঁহাতি এই অলরাউন্ডার।
আইনিউজ/ইউএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা