Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৪০, ২৪ মে ২০২৩

ম্যারাডোনার ফেসবুকে পোস্ট ‘স্বর্গে কোনো কোক নেই, শুধু পেপসি’ 

কিংবদন্তী ফুটবলার ম্যারাডোনা। ছবি- Getty Images

কিংবদন্তী ফুটবলার ম্যারাডোনা। ছবি- Getty Images

ফুটবলের ঈশ্বরখ্যাত ফুটবলার ম্যারাদোনা মারা গেছেন প্রায় তিন বছর হয়ে গেছে। অথচ মঙ্গলবার হঠাৎ করে ম্যারাডোনা ভক্তদের সামনে ম্যারাডোনার আইডি থেকে এলো এক বিব্রতকর পোস্ট। সেখানে লেখা আছে- স্বর্গে কোক নেই, শুধু পেপসি!    

অবশ্য পরে জানা গেছে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার প্রয়াত দিয়েগো ম্যারাডোনার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউনন্টি হ্যাকিংয়ের শিকার হয়েছে। যারফলে এরকম উদ্ভট স্ট্যাটাস পোস্ট হয়েছে তাঁর পেজ থেকে। 

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় আইডি নিয়ন্ত্রণে নিয়ে নানা ধরনের পোস্ট দেয়া হচ্ছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

উদ্ভট এমন কাণ্ডে বেশ বিব্রত বিশ্বজুড়ে ম্যারাডোনার ভক্তরা। এর প্রেক্ষাপটে ম্যারাডোনার স্বজনরা বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রায় ১ কোটি ২০ লাখ অনুসারী থাকা ফেসবুক আইডি হ্যাক করার পর প্রথমেই হ্যাকাররা লেখেন, ‘তোমরা নিশ্চয়ই জানো, আমার মৃত্যুর খবরটা ঠিক না।’ এরপর বেশ কয়েকটি পোস্ট দেয়া হয়।

একটি পোস্টে বলা হয়, ‘স্বর্গে কোনো কোক নেই, শুধু পেপসি।’ আরেক পোস্টে লিওনেল মেসির দীর্ঘজীবন কামনা করা হয়।

ম্যারাডোনার পরিবারের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, দিয়েগো ম্যারাডোনার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট সাইবার আক্রমণের শিকার হয়েছে। তবে কারা এবং কী কারণে ম্যারাডোনার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে তা এখনও জানা যায়নি।

সর্বকালের সেরা ফুটবলারদের অন্যতম ডিয়েগো ম্যারাডোনা ২০২০ সালের ২৫ নভেম্বর মারা যান। হার্ট অ্যাটাকে ৬০ বছর বয়সে মৃত্যু হয় বিশ্বনন্দিত এই ফুটবল মহাতারকার।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়