Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:১৬, ২৭ মে ২০২৩
আপডেট: ১১:৩৭, ২৭ মে ২০২৩

রোববার চেন্নাই বিপক্ষে ফাইনাল খেলবে গুজরাট 

গুজরাট টাইটান্স আইপিএল ক্রিকেট দল।

গুজরাট টাইটান্স আইপিএল ক্রিকেট দল।

আইপিএল শুক্রবার রাতে গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচটি যেন শুভমন গিল আর মোহিত শর্মার জন্যই বরাদ্দ ছিলো। ব্যাট করতে নেমে শুভমন গিলের দারুণ আরেকটি সেঞ্চুরি এবং মোহিত শর্মার বোলিং নৈপুণ্যে নতুন দল হিসেবে আইপিএল ফাইনালে পৌঁছে গেছে হাদরিক পান্ডিয়া-রাশিদ খানদের দল গুজরাট। রোববার চেনাই সুপারকিংসের বিপক্ষে প্রথমবার শিরোপার স্বাদ নিতে মাঠে নামবে দলটি। 

শুক্রবার (২৬ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে শুরুতে নেমে শুভমান গিলের মারকাটারি ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৩৩ রানের বড় পুঁজি পায় গুজরাট। জবাবে ১৮ দশমিক ২ ওভারে মাত্র ১৭১ রা তুলতে গিয়েই সব উইকেট হারায় রোহিত শর্মার দল।

২৩৪ রানের বড় টার্গেটে ব্যাটিংয়ে নেমে খেই হারিয়ে ফেলে মুম্বাই। মোহিত শর্মার বোলিং তোপে ১৮ দশমিক ২ ওভারে ১৭১ রানে থামে রোহিতদের ইনিংস। 

২ ওভার ২ বলে মাত্র ১০ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন মোহিত। গতকালকের ম্যাচের সবচেয়ে ভালো বোলিং ফিগার ছিলো ভারতীয় এই পেসারের। 

গ্রিন, সূর্যকুমা ও তিলক ছাড়া কেউই টিকতে পারেনি গুজরাট বোলারদের সামনে।  গ্রিন ৩০, সূর্যকুমার ৪৩, তিলক ৪৩ রান করেন। এছাড়া রোহিত ৮, ওয়াধেরা ৪, বিনোদ ৫, ডেভিড ২, জর্ডান ২, কার্তিকেয়া ৬ ও বেহরেনডর্ফ ৩ রান যোগ করেন দলীয় সংগ্রহে

দিকে গুজরাটের হয়ে ৬০ বলে ৭ চার ও ১০ ছয়ে ১২৯ রান করেন গিল। আসরে এটি তার তৃতীয় সেঞ্চুরি। এছাড়া সুদর্শন ৪৩ ও অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে ২৮ রান। 

৬২ রানের বড় জয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে আইপিএলের নবীনতম দল গুজরাট। আগামী রোববার শিরোপা লড়াইয়ে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে হার্দিক পান্ডিয়ার দল।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়