Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

হেলাল আহমেদ

প্রকাশিত: ১১:৪০, ২৯ মে ২০২৩

আজ ৮টায় শুরু হবে আইপিএলের কাঙ্ক্ষিত ফাইনাল 

গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। ছবি- সংগৃহীত

গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। ছবি- সংগৃহীত

আইপিএল ষোলোতম আসর টাটা আইপিএলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবার কথা রোববার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টায়। সে হিসেবেই নিজেদের প্রস্তুতি সেরে রেখেছিলো চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্স। কিন্তু পূর্ব সন্দেহই বাস্তবে রূপ নিয়ে রিজাভ ডেতে গড়িয়েছে ফাইনাল। বৃষ্টির হানায় রোববার বাদ পড়া ফাইনাল খেলাটি আজ একই ভেন্যুতে রাত ৮টায় অনুষ্ঠিত হবার কথা রয়েছে। 

গতকাল সন্ধ্যা থেকেই আহমেদাবাদে বৃষ্টি ছিল। সেটা চলেছে রাত পর্যন্ত। রাত ৯টার দিকে একবার বৃষ্টি থেমেছিল, যারফলে উইকেটের কভার সরানো হয়েছিল। কিন্তু মিনিট দশেক পর আবারও সেই বৃষ্টির হানা। এরপর টানা বৃষ্টিতে আর খেলার মতো পরিবেশ হয়ে ওঠেনি।

রোববার দিনে নূন্যতম ৫ ওভার করে খেলার শেষ সময় ছিল, রাত ১২টা ৬ মিনিট। তবে মাঠে অতিরিক্ত পানি জমায় সেই নির্ধারিত সময়ের আগেই আজকের দিনে খেলা না চালানোর ঘোষণা দেন আম্পায়াররা। তাতে ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডেতে।

আজকেও যদি আবারও বৃষ্টি হানা দেয় আর নির্ধারিত সময়ে অন্তত ৫ ওভার করে খেলা সম্ভব না হয়, তাহলে ম্যাচ গড়াবে সুপার ওভারে। আর সেটাও যদি সম্ভব না হয় তাহলে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করবেন আম্পায়াররা।

কার হাতে উঠতে চ্যাম্পিয়ন শিরোপা? 
আজকের দুই ফাইনালিস্ট দল চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটানস। প্রশ্ন উঠছে কার হাতে উঠবে আইপিএল ২০২৩ আসরের চ্যাম্পিয়ন ট্রফি। মাহেন্দ্র সিং ধোনির পঞ্চমবার শিরোপা জয়ের ম্যাচ হবে আজ নাকি হার্দিক পাণ্ডিয়ার দল গুজরাট টানা দ্বিতীয়বারের মতো জিতে নেবে ট্রফি। 

এরকম নানা সমীকরণই ঘুরছে আপাতত টাইটানস এবং চেন্নাই সমর্থকদের মধ্যে। রোববার (২৮ মে) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে গুজরাটের ঘরের মাঠ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ফাইনালকে ঘিরে সকল প্রস্তুতি সেরেছে তারা। অপেক্ষা শুধু জমজমাট এক ফাইনাল ম্যাচের। যার মধ্য দিয়ে আজ শেষ হবে বিশ্বের সবচেয়ে ঝাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি আসরের দুই মাসের ক্রিকেট যুদ্ধ। 

মাহেন্দ্র সিং ধোনীর দল চেন্নাইর তাঁর নেতৃত্বে এর আগে আরও নয় বার ফাইনালে খেলার অভিজ্ঞতা রয়েছে। এরমধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৪বার নিজেদের ঘরে শিরোপা নিয়েছে চেন্নাই সুপার কিংস। এবছর ধোনির অলিখিত শেষ আইপিএল আসরে শিরোপা জিতলে তাদের জন্যে এটা হবে পঞ্চম শিরোপা জয়। আর এই জয় তুলে নিতে মুখিয়ে আছেন আজানকা রাহানি, আমবতি রাইদু, মঈন আলীদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। 

তবে খেলার সমীকরণে পিছিয়ে নেই হার্দিক পাণ্ডিয়া-রাশিদ খানের দল গুজরাট টাইটানস। গত আসরে আইপিএলে অভিষেক হওয়া নতুন দল হিসেবে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে তাঁরা। ফলে গুজরাটের সামনে টানা দ্বিতীয়বার শিরোপা জেতার সুযোগ অপেক্ষমান। দলের হয়ে এই সময়ে দারুণ ফর্মে আছে গুজরাটের নবীন ক্রিকেটাররা। 

তাছাড়া, আইপিএলের এই আসরের সর্বাধিক উইকেট শিকারী বোলারদের সেরা তিনজনই গুজরাটের। যাদের মধ্যে রাশিদ খান, মোহিত শর্মা, মোহাম্মদ শামি এই সময়ে ভালো ফর্মে আছেন। 

গুজরাটের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে মোহাম্মদ শামি-পাথিরানাদের বোলারদের ফর্ম। প্রথম কোয়ালিফায়ারে চ্যালেঞ্জিং স্কোর গড়েই গুজরাটকে ধরাশায়ী করেছিল ধোনির দল। জাদেজা-পাথিরানাদের পাশাপাশি ব্যাট হাতে ডেভন কনওয়ে-অজিন্কা রাহানেরা গুজরাট বোলারদের কঠিন পরীক্ষা নিতে পারে। 

তবে এক্ষেত্রে চেন্নাই সুপা কিংসের জন্য আতংকের কারণ হয়ে উঠতে পারেন গুজরাটের শুভমন গিল-সুদর্শনরা। বিশেষ করে শুভমন গিলের সাম্প্রতিক ব্যাটিং ফর্ম অন্য সব ব্যাটারকে ছাড়িয়ে গেছে। শেষ ৫ ম্যাচের ৩টিতেই দানবীয় সেঞ্চুরি হাঁকিয়েছেন এই তরুণ তুর্কি। এই আইপিএলে শুভমন গিল রান তোলেছেন ৮৫১। 

গুজরাটের মাঠে বরাবরই ব্যাটিং-বান্ধব উইকেট। এর আগে এই মাঠে অনুষ্ঠিত সব ম্যাচই ছিল রানবন্যা। তাই এই ম্যাচেও যে হাই-স্কোরিং হতে যাচ্ছে, তা তো বলাই যায়। মাঠের পাশাপাশি গুজরাটের দর্শকরা চেন্নাইয়ে অন্যতম বড় প্রতিপক্ষ। তাই দর্শকদের চাপ সামাল দেওয়াও সহজ হবে না ধোনির জন্য।

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, শিবাম দুবে, অজিন্কা রাহানে, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, মঈন আলী, দিপক চাহার, মাথিশা পাথিরানা ও মহেশ থিকশানা।

গুজরাটের সম্ভাব্য একাদশ: ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, দাসুন শানাকা, ডেভিড মিলার, রাহুল তেবাটিয়া, রশিদ খান, দর্শন নালকান্দে, নুর আহমেদ ও মোহাম্মদ শামি ও মোহিত শর্মা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়