Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:২৪, ৩১ মে ২০২৩
আপডেট: ১৩:২৮, ৩১ মে ২০২৩

বর্ষসেরা কোচের পুরস্কার জিতলেন গার্দিওলা

মৌসুম জুড়ে দাপট দেখিয়েছে মিকেল আর্তেতার আর্সেনাল। কিন্তু শেষ দিকে এসে সে ধারা ধরে রাখতে পারেনি দলটি। ঘুরে দাঁড়িয়ে প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক শিরোপা জিতে নেয় পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। তার স্বীকৃতিটাও পেলেন এই স্প্যানিশ কোচ। লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) বর্ষসেরা ম্যানেজারের পুরস্কার স্যার অ্যালেক্স ফার্গুসন ট্রফি জিতে নিয়েছেন এই কোচ।

প্রতি মৌসুম শেষে ইংল্যান্ডের সব ডিভিশনের কোচদের ভোটে নির্বাচিত হন বর্ষসেরা কোচ। এ নিয়ে তিনবার এই পুরস্কার পেলেন গার্দিওলা। স্পর্শ করলেন ডেভিড ময়েসকে। সর্বোচ্চ পাঁচবার এই পুরস্কার জিতেছেন যার নামে এই পুরস্কার সেই ফার্গুসন।

শুধু এলএমএর সেরাই নয় প্রিমিয়ার লিগের 'ম্যানেজার অব দা ইয়ার'ও নির্বাচিত হয়েছেন ম্যানসিটি কোচ। এই পুরস্কার চতুর্থবার পেলেন তিনি। এখানেও তার উপরে রয়েছেন ফার্গুসন। ১১ বার এই পুরস্কার জিতেছেন এই ইউনাইটেড কিংবদন্তি। 

এবার ট্রেবল জয়ের পথে রয়েছে গার্দিওলার সিটি। এরমধ্যেই লিগ শিরোপা নিশ্চিত করা দলটি শনিবার মাঠে নামবে এফএ কাপের লড়াইয়ে। যেখানে তাদের প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের মুখোমুখি হবে তারা।

এমন দারুণ মৌসুমে আরও একবার সেরার স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত গার্দিওলা বলেন, 'এই ট্রফি জিততে পারা দারুণ সম্মানের। আমি একটি অবিশ্বাস্য ক্লাবে আছি। প্রতিজ্ঞা করছি, আগামী মৌসুমেও আমাদের একইরকম দেখা যাবে।'

সেরা হওয়ার পথে গার্দিওলা পেছনে ফেলেছেন আর্সেনালের মিকেল আর্তেতা, ব্রাইটনের রবার্তো দে জার্বি, নিউক্যাসলের এডি হাউ, বার্নলির ভিনসেন্ট কোম্পানি ও প্লিমাথ আর্গাইলের কোচ স্টিভেন শুমাখারকে। এলএমএ সেরা ম্যানেজারের লড়াইয়ের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন তারাও।

দে জার্বির অধীনে লিগে ষষ্ঠ হয়ে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে নেয় ব্রাইটন। খেলবে ইউরোপা লিগে। আর লিগের চতুর্থ স্থান তুলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছেন হাউ। গত মৌসুমে মাঝ পথে দায়িত্ব নিয়ে তালিকার তলানিতে থাকা দলটিকে ১১ নম্বরে রেখেছিলেন তিনি।

চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সে বার্নলিকে প্রিমিয়ার লিগে তুলে আনেন কোম্পানি। শুমাখারের অধীনে লিগ ওয়ান জিতে নেয় প্লিমাথ। ১০১ পয়েন্ট নিয়ে শিরোপা জিতে এই দুই ক্লাব।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়