Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১:১৬, ২ জুন ২০২৩

পার্ক দ্য প্রিন্সেসে মেসির বিদায়ী ম্যাচ, কবে?

বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টেনে প্যারিস জায়ান্টস ক্লাব পিএসজিতে থিতু হয়েছিলেন লিওনেল মেসি। তবে প্যারিসের ক্লাবটির হয়ে যত সময় গড়িয়েছে ততই তিক্ততা বেড়েছে আর্জেন্টাইন মহাতারকার।

চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতার দায়ে সমর্থকদের নিশানায় ছিলেন মেসি। প্রায় প্রতি ম্যাচেই দুয়োধ্বনি শুনতে হচ্ছিল। শেষমেশ অনুমোদনহীন সৌদি সফরে গিয়ে ক্লাবের নিষেধাজ্ঞার মুখেও পড়েছিলেন। সব মিলিয়ে শেষের আগেই পিএসজিতে মেসির শেষ দেখে ফেলেছিলেন অনেকেই।

কাগজে-কলমে পিএসজির সঙ্গে চুক্তিটা আগামী ৩০ জুন পর্যন্ত থাকলেও তারও আগে মেসি অধ্যায় শেষ হচ্ছে। আসছে সপ্তাহেই চলতি মৌসুমের শেষ ম্যাচ খেলতে নামছে ফরাসি ক্লাবটি। আর এই ম্যাচটিই পিএসজির হয়ে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ীর বিদায়ী ম্যাচ। এমনটাই নিশ্চিত করেছেন পিএসজি কোচ ক্রিস্টোফে গালটিয়ের। 

বৃহস্পতিবার এক বিবৃতিতে মেসির ক্লাব ছাড়ার খবর নিশ্চিত করে পিএসজি কোচ বলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার। ক্লারমন্তের বিপক্ষে পার্ক দ্য প্রিন্সেসে অনুষ্ঠিতব্য ম্যাচটিই হতে যাচ্ছে লিওর (মেসির) শেষ ম্যাচ।’আগামী শনিবার (০৩ জুন) দিবাগত রাতে মাঠে নামছে পিএসজি। 

ইতালির দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো কদিন আগে জানিয়েছিলেন, অনেক আগেই পিএসজিকে ক্লাব ছাড়ার বিষয়টি জানিয়ে দিয়েছিলেন মেসি। যদিও আর্জেন্টাইন তারকাকে রেখে দিতে পিএসজির তরফে কয়েক দফা চেষ্টা চালানোর কথা জানা যায়। তবে শেষমেশ চূড়ান্ত হয়ে গেল বিদায়।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়