Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৪৫, ৫ জুন ২০২৩

ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ইব্রা

সুইডিশ তারকা ফুটবলার

সুইডিশ তারকা ফুটবলার

লিওনেল মেসি, খ্রিশ্চিয়ানো রোনালদো, জাভি, রুনিদের সময়ের আরেক জনপ্রিয় ফুটবলার ইব্রা ভক্তরা ইব্রা নামে ডাকলেও লাইক ক্যামেল এই সুইডিশ ফুটবলার জালতান ইব্রাহিমোভিচ। ‘এখনো অবসর নেয়ার সময় হয়নি' বক্তব্যের কিছুদিন পার না হতেই যিনি ফুটবলকে বিদায় জানালেন। 

সর্বশেষ ক্লাব ফুটবলে এসি মিলানের হয়ে খেলছিলেন ইব্রা। চলতি মাসে এসি মিলানের সঙ্গে তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। রোববার (৪ জুন) রাতে সিরি আতে মিলান-ভেরোনা ম্যাচটি ছিল ইতালিয়ান ক্লাবটির হয়ে তার শেষ ম্যাচ। চোটের কারণে মাঠের বাইরে থাকা এই সুইডিশ তারকা ম্যাচশেষে শুধু মিলান-পর্বই নয়, পেশাদার ফুটবলকেও বিদায় বলে দিয়েছেন। রোববার রাতে সান সিরোর দর্শকদের সামনে ইব্রা বলে দিলেন, ‘ফুটবল ছেড়ে যাচ্ছি, আপনাদের নয়।’ 

১৯৯৯ সালে সুইডিশ ক্লাব মালমো এফসি দিয়ে শুরু। মিলানে এর আগেও একবার খেলে গিয়েছিলেন। ২০১০-১১ মৌসুমে বার্সেলোনা থেকে ধারে এসে, পরের বছর চুক্তিবদ্ধ হয়ে। দ্বিতীয়বার ফেরেন ২০২০ সালের জানুয়ারিতে। দুই দফায় মোট ১৬৩ ম্যাচ খেলে ইতালির ক্লাবটির হয়ে করেছেন ৯৩ গোল।

যদিও গত দুই মৌসুমে চোটের কারণে খেলার সুযোগ পেয়েছেন কমই।কাল ইব্রাকে বিদায় দিতে মিলানের সমর্থকেরা নিয়ে এসেছিলেন বড় ব্যানার, লেখা ছিল ‘গুডবাই’। সঙ্গে ছিল তার নামে জয়ধ্বনি। 

নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লাবের হয়ে শেষ পর্যন্ত সমাপ্তি টানলেন এসি মিলানে। তার নামের পাশে ৯৮৮ ম্যাচ, ৫৭৩ গোল আর ৩২টি ট্রফি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়