Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১:২৫, ৮ জুন ২০২৩

ভবিষ্যতে বাইরের লিগ খেলার আশা তাসকিনের

গেল বছর আইপিএল খেলার প্রস্তাব এসেছিল তাসকিন আহমেদের। তবে লখনৌ সুপার জায়ান্টসের দেওয়া সেই প্রস্তাবে সাড়া দেননি টাইগার এই পেসার। দেশের খেলা থাকায় সেবার আইপিএলকে না করে দিয়েছিলেন তাসকিন। সম্প্রতি ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব পেয়েছিলেন। তবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের কথা মাথায় রেখে সেটিও না করে দিয়েছেন এই স্পিড স্টার।

আজ (বুধবার) রাজধানীর একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তাসকিন। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় কাউন্টির প্রস্তাব ফিরিয়ে দেওয়া নিয়ে। জবাবে এই পেসার বলেন, 'দেখেন একজন খেলোয়াড় হিসেবে লিগ খেলতে কে না চায়? এটাও চিন্তা করতে হবে জাতীয় দলের খেলার সময় কীভাবে যাই। যখন খেলা থাকে, যেহেতু আমি ৩ ফরম্যাটে খেলছি...তবে ফ্রি টাইমে যখন থাকে তখন না যেতে পারলে একটু খারাপ লাগে। আশা করছি সামনে সুযোগ আসবে।'

ক্রিকেট বোর্ডের প্রতি ভালো লাগার কথা জানিয়ে তাসকিন বলছিলেন, 'ভালো লাগে। ক্রিকেট বোর্ডও যে আমার প্রতি এত যত্নবান এটা ভালো লাগে। ভাগ্যের বিষয় যে একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের কথা চিন্তা করে তারা আমাকে নিরাপদ রাখার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক গর্বের, একজন খেলোয়াড় হিসেবে।' 

তবে ভবিষ্যতে বাইরের লিগ ফ্রি থাকলে খেলতে চান তাসকিন, 'খেলোয়াড় হিসেবে যেন সুস্থ থাকি এই দোয়া চাই। যাতে আমি সামনে দেশের সব নিয়মিত খেলা খেলতে পারি  এবং ভবিষ্যতে ফ্রি টাইমে যেন লিগগুলোও খেলতে পারি (হাসি)।'

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়