আই নিউজ ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ঢাকায় আফগানিস্তান দল
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। টেস্টের পর ফিরে গিয়ে দ্বিতীয় দফায় এসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।
শনিবার সকাল ১১টায় হযরত শাহজালাল বিমানবন্দরে নামে আফগানরা। এরপর সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয় হোটেল সোনারগাঁওতে। দলের লিয়াঁজো অফিসার জানিয়েছেন, দলের সব ক্রিকেটারই নির্ধারিত সময়ে পৌঁছে গেছেন ঢাকায়।
হাসমাতুল্লাহ শহিদীর নেতৃত্বে আফগান টেস্ট দলে এবার নেই দলের সবচেয়ে বড় তারকা রশিদ খান। পীঠের চোট কাটিয়ে ফেরা এই তারকাকে আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে।
অভিষেকের অপেক্ষায় থাকা পাঁচ ক্রিকেটার ছাড়াও বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই আরও বেশ কজনের। অনেকটা নতুন ধাঁচের বোলিং আক্রমণ নিয়ে এবার লিটন দাসদের মুখোমুখি হতে যাচ্ছে তারা।
এর আগে ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে একটাই টেস্ট খেলেছিল বাংলাদেশ। চট্টগ্রামে হওয়া সেই টেস্টে ২২৪ রানে হেরে যাওয়ার দুঃসহ স্মৃতি আছে বাংলাদেশের।
১৪ জুন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের এবারের টেস্ট। এই টেস্ট শেষে ফিরে যাবে আফগান দল। এবার ১ জুলাই ঢাকায় নেমে চট্টগ্রাম যাবে তারা।
৫ জুলাই থেকে চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দু'দল। ওয়ানডে সিরিজের পর সিলেটে হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
টেস্টে আফগানিস্তান দল:
হাসমতুল্লাহ শহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আফসার জাজাই, ইকরাম আলিকাইল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজহারুলহক নাভিদ, হামজা হোটাক, ইব্রাহিম আব্দুলরাহিমযাই, ইয়ামিন আহমেদজাই ও নিজাত মাসুদ।
আইনিউজ/ই.উ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা