Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৫, ১২ জুন ২০২৩

বাংলাদেশের বিপক্ষে টেস্ট জয়ের আশা আফগান অধিনায়কের

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে শনিবার ঢাকায় পা রাখে আফগানিস্তান দল। এরপর গতকাল প্রথমবারের মতো অনুশীলনও করেছে সফরকারী দলটি। আজ (সোমবার) মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। ঢাকা টেস্টে নিজেদের সেরাটা খেলে জয়ের আশা এই আফগান অধিনায়কের।

শাহিদী বলছিলেন, 'আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে এসেছি, ম্যাচটাও জিততে চাই। অনেকদিন ধরে আমরা টেস্ট খেলি না। সর্বশেষ খেলেছি জিম্বাবুয়েতে সেটাও ৩ বছর আগে। অবশ্য আমরা ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট খেলি, অনেক খেলোয়াড় খেলে সেখানে। এই টেস্টের জন্যও আমাদের প্রস্তুতি ভালো। ইনশাআল্লাহ নিজেদের সেরাটা চেষ্টা করব।'

নিজেরা খুব বেশি টেস্ট না খেললেও শাহিদী বিশ্বাস করেন তাদের ভালো খেলোয়াড় রয়েছে, 'আমাদের ঘরোয়া ক্রিকেটের মান ভালো। প্রতিটি দল ৮-৯টি করে ম্যাচ খেলে। বোর্ড ম্যাচ আরও বাড়ানোর চেষ্টা করছে। ঘরোয়াতে লঙ্গার ভার্শন ম্যাচ বেশি খেললে এটা আপনার খেলার উন্নতি করে। আমরা খুব বেশি টেস্ট না খেললেও আমি বিশ্বাস করি আমাদের ভালো খেলোয়াড় আছে।'

আফগান দলের তারকা ক্রিকেটার রশিদ খান আসেননি বাংলাদেশে। যে কারনে একটু চ্যালেঞ্জিং বলছেন আফগান অধিনায়ক, 'একটু চ্যালেঞ্জিং তো হবেই। সবাই জানে সে আমাদের অন্যতম প্রধান বোলার। টেস্টে অতীতে সে অনেক ভালো করেছে। তবে আমাদের অন্য বোলার আছে, অন্য অপশন আছে। তারাও ভালো খেলবে ইনশাআল্লাহ্‌।'

আইনিউজ/ই.উ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়