Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:১৬, ১৪ জুন ২০২৩

বাংলাদেশ-আফগানিস্তান

ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন শান্ত

সকালে দ্রুত ফিরেছিলেন জাকির হাসান। তবে তার বিদায়ের প্রভাব বিন্দুমাত্র টের পেতে দিচ্ছেন না মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। স্বাচ্ছন্দে খেলছেন তারা। সোজা ব্যাট চালাচ্ছেন। এখন পর্যন্ত সেভাবে পরাস্ত হওয়ার আলামত পাওয়া যায়নি। রানের ফোয়ারা ছুটিয়ে লাঞ্চ বিরতির আগেই ফিফটি তুলে নিয়েছিলেন শান্ত।

বিরতির পর ব্যাট হাতে আবারও আক্রমণ চালাচ্ছেন নাজমুল শান্ত। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির পেলেন তিনি। তবে তাকে অপেক্ষায় রেখে ক্যারিয়ারে তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন তরুণ ওপেনার জয়। ১০২ বলে এই মাইলফলক স্পর্শ করেন ডানহাতি এই ব্যাটার। আর ১০৪ রানে অপরাজিত আছেন শান্ত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৩৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৮৬ রান। দ্বিতীয় উইকেটে দেড়শ রানের জুটি ছাড়িয়ে গেছেন এই জুটি।

আইনিউজ/ই.উ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়