Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:০৯, ১৫ জুন ২০২৩

দ্বিতীয় দিনে ৭ ওভারে সাজঘরে বাংলাদেশ 

বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যে চলা ঢাকা টেস্টের ছবি। (সংগৃহীত)

বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যে চলা ঢাকা টেস্টের ছবি। (সংগৃহীত)

ঢাকা টেস্টের প্রথম দিন আফগানী ক্রিকেটারদের ওপর বেশ চড়াও ছিলেন বাংলাদেশের শান্ত-জয়রা। কিন্তু দ্বিতীয় দিনে খেলতেই নেমেই যেন ধ্বস নেমে গেল দলে। মাত্র ৭ ওভার খেলেই দ্বিতীয় দিনে অল আউট হয়ে সাজঘরে ফিরেছে বাংলাদেশ। সফরকারী আফগান বোলারদের বোলিংয়ের সামনে যেন কোনো উত্তরই খুঁজে পেলেন না কেউ।

আজ বৃহস্পতিবার (১৫ জুন) স্বাগতিক বাংলাদেশ ৪৫ মিনিট ক্রিজে থেকে করতে পেরেছে মাত্র ২০ রান। অল আউট হওয়ার আগে ৩৮২ রান তোলেছে বাংলাদেশ।

মুশফিকুর রহিম ৪১ ও মেহেদী হাসান মিরাজ ৪৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। দুজনেরই বড় ইনিংস খেলার অভিজ্ঞতা থাকায় আজ টাইগারদের সংগ্রহ বড় হবে, এমনটাই ভেবেছিলেন সবাই। কিন্তু তা আর হলো কই!

নিজাত মাসুদের বলে ৪৭ রানে স্লিপে ধরা পড়েন মুশফিক। তার আগের ওভারেই আহমাদজাইয়ের বলে পয়েন্টে আউট হন মিরাজ। এ অলরাউন্ডার করেন ৪৮ রান। অল্প সময়ে দুজনের বিদায়ে বেশ বিপদে পড়ে টাইগাররা।

লেজের দিকের ব্যাটাররাও আজ কিছু করতে পারেননি। তাসকিন আহমেদ ২ রান করলেও খাতা খোলার আগেই ফিরেছেন তাইজুল ইসলাম।   রানে আউট হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয় স্বাগতিকদের ইনিংস।

বল হাতে আফগানিস্তানের হয়ে আলো কেড়েছেন এ ম্যাচে অভিষিক্ত নিজাত মাসুদ। ইতিহাসের ২২তম বোলার হিসেবে অভিষেকের প্রথম ডেলিভারিতেই উইকেট নেয়া এ বোলার শিকার করেছেন পাঁচ উইকেট।চ

দ্বিতীয় আফগান বোলার হিসেবে অভিষেকে ৫ উইকেট শিকার করেছেন মাসুদ। তিনি ছাড়া ইয়ামিন আহমাদজাই দুটি এবং জহির খান, আমির হামজা ও রহমত শাহ একটি করে উইকেট শিকার করেন।

এর আগে প্রথম দিনে সবচেয়ে বড় মুখ ছিলেন নাজমুল হোসেন শান্ত। তিনি খেলেছেন ১৪৬ রানের দুর্দান্ত এক ইনিংস, যা তার ক্যারিয়ারে দ্বিতীয় সেরা। এছাড়া মাহমুদুল হাসান জয় ৭৬ রান করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়