Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৪, ১৭ জুন ২০২৩

চেলসিতে নতুন ভূমিকায় দেখা যাবে এনজোকে

কাতার বিশ্বকাপের উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতেছেন এনজো ফার্নান্দেজ। এরপর বেনফিকা থেকে রেকর্ড ১০৭ মিলিয়ন পাউন্ডে চেলসির সঙ্গে চুক্তি করেছেন এই তরুণ। কিন্তু শীতকালীন মৌসুমে ব্লুজ শিবিরে এসে খুব ভালো তিনি খেলেননি। 

তাকে চেলসির সাবেক কোচরা হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলিয়েছেন। তবে দলটির ডাগ আউট দাঁড়াতে যাওয়া মাউরিসিও পচেত্তিনো আর্জেন্টাইন তরুণ এনজো ফার্নান্দেজকে মিডফিল্ডে কিছুটা ওপরে বা সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলাবেন বলে দাবি করেছেন এনজোর বাবা। 

সংবাদ মাধ্যমকে এনজোর বাবা বলেছেন, ‘এনজো ঠিকঠাক আছে, সে আনন্দিত এবং লন্ডনে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। পচেত্তিনো কোচ হয়ে আসায় সে আরও খুশি। আগামী মৌসুমে? আমার ছেলে চ্যাম্পিয়ন হতে চায়। আমি মনে করি, সে আরও কিছুটা ওপরে খেলার সুযোগ পাবে। পচেত্তিনো ওকে সেটাই বলবে।’

চেলসির মিডফিল্ডার এনগোলে কান্তে যাচ্ছেন সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে। তার জায়গায় হোল্ডিং মিডফিল্ড সামলাতে ব্রাইটন থেকে কেইসেদোকে কিনছে চেলসি। এনজো সেজন্য কিছুটা ওপরে খেলার সুযোগ পাবেন বলে মনে করেন এনজোর বাবা।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়