Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

হেলাল আহমেদ

প্রকাশিত: ১২:২০, ৩ জুলাই ২০২৩

এমিলিয়ানো মার্টিনেজ : নিরব ঢাকা সরব কলকাতা

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

এমিলিয়ানো মার্টিনেজ, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার। টানা ৩২ বছর শিরাপোহীন থাকার খরা কাটিয়ে বিশ্বকাপের ট্রফি হাতে তোলে নেয়ার অন্যতম কারিগর এমিলিয়ানো মার্টিনেজ ঢাকা এসেছেন। সোমবার (৩ জুলাই) ভোরের দিকে ঢাকার বিমানবন্দরে অবতরণ করেন এই ফুটবল তারকা। 

এমিলিয়ানো মার্টিনেজ ঢাকায় এসেছেন কিছু আনুষ্ঠানিকতায় যোগ দিতে। এরমধ্যে রয়েছে একটি স্পন্সর কোম্পানির অনুষ্ঠানে যোগদান, প্রধানমন্ত্রী শেখ হাসিয়ার সঙ্গে সাক্ষাৎসহ আরও কিছু অনুষ্ঠান। তবে মার্টিনেজের ব্যস্ত শিডিউলের কারণে ধারণা করা হচ্ছে বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থক ও ভক্তদের সঙ্গে দেখা হবে না এমিলিয়ানো মার্টিনেজের। 

আজ ভোর ৫ টা ১০মিনিটে আর্জেন্টিনা থেকে ঢাকায় এসেছেন এমিলিয়ানো মার্টিনেজ। কয়েক হাজার মাইল পথ পাড়ি দিতে ট্রানজিটও ছিল ফ্লাইটে। হল্যান্ডের আমস্টারডাম থেকে প্রায় দশ ঘণ্টা বিমান ভ্রমণ করে ভোরে ঢাকা নামেন তিনি। সব মিলিয়ে ৩০ ঘণ্টার বেশি সময় ভ্রমণ করে বাংলাদেশে এসে পৌঁছেছেন মার্টিনেজ। 

ঢাকায় কী কী করবেন এমিলিয়ানো মার্টিনেজ
জানা গেছে, ঢাকায় মার্টিনেজ তার স্পন্সর প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চারের এক অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে মাশরাফি বিন মর্তুজার পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের। 

মধ্যাহ্ন ভোজ শেষ করে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সূচিও রয়েছে মার্টিনেজের সফরসূচিতে। বিকেল ৪টা ৪০ মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়বেন কলকাতার উদ্দেশ্যে।

এক আয়োজক সদস্যের সঙ্গে বাংলাদেশে পৌঁছে এমিলিয়ানো মার্টিনেজের ছবি। ছবি- সংগৃহীত  


দেখা হচ্ছে না বাংলাদেশি ভক্ত, সমর্থকদের সাথে
এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশ সফরে এসেছেন একান্তই কিছু ব্যবসায়িক চুক্তিসাক্ষর অনুষ্ঠান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। এই দুই অনুষ্ঠান শেষ করেই মার্টিনেজ বাংলাদেশ ত্যাগ করবেন। বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থক ও ভক্তদের সঙ্গে একটু সময়ের জন্যও দেখা হবার প্ল্যান বা আশঙ্কা নেই বলে জানাচ্ছেন মার্টিনেজের সফরসঙ্গী।

এদিকে এমিলিয়ানো মার্টিনেজের বাংলাদেশ সফরকে ঘিরে বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থক ও ভক্তদের মধ্যে এক ধরনের উন্মাদনার সৃষ্টি হয়েছে। কাতার বিশ্বকাপ আয়োজনে বিপুল পরিমাণ সমর্থকদের পাগলামিতে আর্জেন্টিনা-বাংলাদেশের নাম এক কাতারে উচ্চারিত হতে থাকে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর গুঞ্জন ওঠে বিশ্বকাপ জয়ী দলটিকে বাংলাদেশে আনানোর। যদিও তা সম্ভবে রূপান্তরিত করতে পারে নি কতৃপক্ষ। শেষমেশ নেক্সট ভেঞ্চার প্রতিষ্ঠানটির আমন্ত্রণে ও খরচে বাংলাদেশে এলেন এমি মার্টিনেজ। তবে এই সফরে তিনি কোনো সমর্থক বা ভক্তদের সাথে দেখা করছেন না। 

ঢাকা এসে একটা নাম মুখস্ত করে গেছেন মার্টিনেজ
বিশ্বকাপের আসরে দারুণ সব সেভের কারণে বাংলাদেশের ভক্তরা এমিলিয়ানো মার্টিনেজের নাম ফেলেছিলেন ‘বাজপাখি’চ। এমি ঢাকা পৌঁছার পর এ বিষয়ে তাকে জানানো হলে তিনি বাজপাখি শব্দটি মুখস্ত করার চেষ্টা করতে থাকেন।  

মার্টিনেজকে বাংলাদেশে নিয়ে আসা প্রতিষ্ঠানে নেক্সট ভেঞ্চারের গালিব নামের একজন এমিকে বিমানবন্দরে রিসিভ করতে যান। সে অভিজ্ঞতা সম্পর্কে গালিব নিজের ফেসবুকে এক পোষ্টে লিখেছেন, ‘এয়ারপোর্ট থেকে হোটেলে যাত্রাপথে গাড়িতে মার্টিনেজকে বলেছিলাম, বাংলাদেশের মানুষ তোমাকে বাজ পাখি নামে ডাকে। বিশ্বাস করুন, পুরোটা রাস্তা সে নামটা বলছিল এবং মুখস্থ করার চেষ্টা করছিল। আমাদের বাজ পাখিকে স্বাগত।’ 

এসময় মার্টিনেজকে একজন বাংলাদেশি ভক্তের পাঠানো চিঠিও দেয়া হয়। যেখানে এমিলিয়ানো মার্টিনেজকে পছন্দের রং  জিজ্ঞেস করা হয়েছিল। উত্তরে মার্টিনেজ জানান, ‘নীল এবং সাদা।’ 

যে দুইটি রঙ দিয়ে আর্জেন্টিনার জাতীয় পতাকা সৃষ্টি; যে রঙের জার্সি গায়ে আর্জেন্টিনার ইতিহাসে নিজের নাম লেখিয়েছেন এমি সেই রঙগুলোই তাঁর প্রিয় বলে জানান। 

বাংলাদেশ থেকে কলকাতা যাবেন মার্টিনেজ
কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ সফরে সব কাজ সম্পন্ন হবার পরপরই ভারতের কলকাতার উদ্দেশ্যে রওনা দিবেন এমি মার্টিনেজ। সেখানে আরও কিছু অনুষ্ঠানে যোগ দেবেন এই বিশ্ব ফুটবল তারকা। 

এদিকে বাংলাদেশে ঢাকার বাড্ডায় দুপুরে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে যেখানে মার্টিনেজ উপস্থিত থাকবেন সেখানে গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার রাখা হয়নি। 

উল্লেখ্য, ভারতীয় উপমহাদেশ সফরের অংশ হিসেবে তার এই বাংলাদেশ সফর। মার্টিনেজের সঙ্গে এসেছেন কয়েকজন ব্যক্তিগত কয়েকজন স্টাফ।

বিশ্বকাপ আসরে অবিশ্বাস্য এক এমিলিয়ানো মার্টিনেজ
কাতার বিশ্বকাপের এবারের আসরে আর্জেন্টিনার হয়ে মেসির নামের পাশাপাশি আরেকজন যার নাম উচ্চারিত হয়েছে সহস্র কণ্ঠে তিনি এমিলিয়ানো মার্টিনেজ। বলা চলে এই বিগত বিশ্বকাপে আর্জেন্টিনার দশ ফুটবলার যদিও মাঠ সামলেছেন তো এমিলিয়ানো মার্টিনেজ একাই সামলেছেন গোলপোস্ট। অবিশ্বাস্য সব সেভ, পাঞ্চ আর ট্র্যাকলের মধ্য দিয়ে এমি এবারের আসরে আর্জেন্টিনার সব প্রতিপক্ষের জন্য হয়ে উঠেছিলেন এক বাধার দেয়াল। 

বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।  


এমি মার্টিনেজ যদিও বলেছিলেন- এবারের বিশ্বকাপের ট্রফি মেসির হাতে তুলে দিতে প্রয়োজনে তিনি প্রাণও দিতে প্রস্তুত আছেন। প্রতিদানও দিয়েছেনও সেভাবেই। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে অপ্রতিরুদ্ধভাবে খেলে এবং তাক লাগানো কিছু সেভ দিয়ে আর্জেন্টিনাকে ভাসিয়েছেন ৩২ বছর ধরে বুকে লালিত স্বপ্নের স্রোতে। 

মার্টিনেজের সফরে সরব কলকাতা, নিরব ঢাকা 
মার্টিনেজের এই সফর নিয়ে কলকাতায় হইচই পড়ে গেলেও ঢাকায় তেমন প্রচার-প্রচারণা নেই। এর বড় কারণ, বিশ্বজয়ী এই গোলরক্ষকের সঙ্গে সাধারণ সমর্থকদের দেখা হওয়ার সম্ভাবনা নেই। ফলে আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে বাংলাদেশের মানুষের যে উন্মাদনা তার সঙ্গে পরিচয় হচ্ছে না মার্টিনেজের।

অথচ এই উন্মাদনার কথা জেনেই বাংলাদেশে আসার আগ্রহের কথা নিজেই জানিয়েছিলেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। গত মে মাসে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ঢাকা আসার খবর নিশ্চিত করেছিলেন তিনি।

মার্টিনেজকে দেখতে মেয়েকে নিয়ে এলেন মাশরাফি 
বাংলাদেশে এসে যে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এমি মার্টিনেজ একই অনুষ্ঠানে অতিথি হিসেবে বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিজ মোর্তজা। মোর্তজা নিজেও আর্জেন্টিনার একজন ঘোর সমর্থক। তাই পছন্দের তারকাকে সামনাসামনি দেখানোর জন্য নিয়ে এসেছেন মেয়ে হুমায়রাকেও। 

উত্তর বাড্ডায় নেক্সট ভেঞ্চার কার্যালয়ে সকালে আসেন মাশরাফি বিন মোর্তজা 


মার্টিনেজের সঙ্গে দেখা করতে রাজধানীর উত্তর বাড্ডায় নেক্সট ভেঞ্চার কার্যালয়ে আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে নেক্সট ভেঞ্চার কার্যালয়ে পৌঁছান নড়াইল-২ আসনের সংসদ সদস্য।

মার্টিনেজের সঙ্গে সাক্ষাতে তাঁর মেয়ে বেশি খুশি হবে জানিয়ে ম্যাশ বলেন, ‘আমার মেয়ে (হুমায়রা) আর্জেন্টিনার সমর্থক। সে মার্টিনেজকে দেখতে পারলে খুশিই হবে। যদি সে যেতে চায়, তাহলে তাকে নিয়ে যাব।' 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়