Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

হেলাল আহমেদ

প্রকাশিত: ১৫:১২, ৬ জুলাই ২০২৩

তামিম ইকবাল অসময়ে অবসরের ঘোষণা কেন দিলেন

তামিম ইকবাল, বর্তমানে বাংলাদেশ ক্রীড়াঙ্গনের আলোচিত এবং চর্চিত একটি নাম বলা যায়। বৃহস্পতিবার হঠাৎ করেই জরুরি সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ এই ব্যাটার ও অধিনায়ক। এরপর থেকেই মূলত শুরু হয়েছে গুঞ্জন। আসন্ন ওয়ান ডে বিশ্বকাপ এবং টি-২০ বিশ্বকাপের আগে তামিম ইকবালের এমন অবসরের ঘোষণা যেন মেনে নিতে পারছেন না কেউই। আবার কারও কারও চোখে অভিযুক্ত হচ্ছেন তামিম ইকবাল খান নিজেও। 

বেশ আগে থেকেই মিডিয়াপাড়ায় তামিমের ব্যাপারে একটি ব্যাপার রটে গিয়েছিলো— তামিম ইকবাল সমালোচনা নিতে পারেন না (গ্রহণ করতে পারেন না)। তাছাড়া অধিনায়কত্বের ক্ষেত্রেও সবাইকে সামাল দেয়ার বিষয়ে সাকিব নাকি তামিম ইকবাল বেশি দক্ষ এ নিয়ে চলছিলো কানাঘুষা। তাই অনেকেই মনে করছেন এসব কারণে তামিম ইকবাল অবসরের ঘোষণা দিয়েছেন। 

এদিকে সম্প্রতি তামিম ইকবালকে নিয়ে গণমাধ্যমের সামনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং কোচ হাতুরু ক্ষোভ প্রকাশ করেছেন। তারা তামিম ইকবালের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। 

জানা গেছে, বেশ কিছুদিন ধরে কোমরের ইনজুরিতে ছিলেন ক্রিকেট পরিবারের সন্তান তামিম ইকবাল। ওই ইনজুরির সঙ্গে অফফর্ম মিলিয়ে সময়টা খারাপ যাচ্ছিল তার। বুধবার আফগানদের বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচে শতভাগ ফিট না হলেও ঝুঁকি নিয়ে খেলেছেন তিনি। 

যে কারণ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেছিলেন, ‘এটা কোন পাড়ার ক্রিকেট নয়। এটা অপেশাদারিত্ব।’ এসব কারণেই রাগে তামিম অবসর নিতে পারেন বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের এক হোটেলে সিরিজের মাঝে সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দেন তিনি। এসময় কান্নায় ভেঙে পড়েন বাঁ-হাতি এই অভিজ্ঞ ব্যাটার।

অবসরের বিষয়ে তামিম জানান, আফগানিস্তানের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন তিনি। পুরো ক্যারিয়ারে সৎ থেকে খেলার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন। 

এ সময় জাতীয় দলের সকল কোচ, সতীর্থ ও সিনিয়র ক্রিকেটারদের ধন্যবাদ জানান দেশসেরা ব্যাটার খ্যাত তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি দেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন। সর্বোচ্চ ওয়ানডে রান এবং সেঞ্চুরিও তার।

তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৭০ টেস্ট খেলেছেন। ১০ সেঞ্চুরি ও ৩১টি ফিফটিতে ৫১৩৪ রান করেছেন তিনি। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৪১ ওয়ানডে খেলেছেন বাঁ-হাতি এই ওপেনার। ১৪টি সেঞ্চুরি ও ৫৬ ফিফটিতে দেশের পক্ষে সর্বোচ্চ ৮৩১৩ রান এসেছে তার ব্যাট থেকে। এছাড়া ৭৮টি টি-২০ খেলেছেন তিনি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়