Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৭, ৬ জুলাই ২০২৩

আজ রাতে তামিমকে নিয়ে বিসিবির জরুরি সভা

চট্টগ্রামে আজ হঠাৎ করেই প্রেস কনফারেন্স ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছে তামিম ইকবাল খান। যদিও অবসর ঘোষণা করার পরপরই তামিম ইকবালকে অবসরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

জানা গেছে আজ (৬ জুলাই) রাতে তামিমকে নিয়ে এক জরুরি সভাও ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সভাতেই বিসিবিকে তামিমের শূন্যস্থান পূরণ করতে হবে।

বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের এক হোটেলে সিরিজের মাঝে সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দেন তিনি। এসময় কান্নায় ভেঙে পড়েন বাঁ-হাতি এই অভিজ্ঞ ব্যাটার। যিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একজন অতি গুরুত্বপূর্ণ ব্যাটার। সেইসঙ্গে ওয়ান ডে দলের চলতি মেয়াদের অধিনায়কও তিনি। 

তামিমের এমন আকস্মিক বিদায়ে বড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট। কারণ তামিমকে অধিনায়ক রেখেই চলতি বছরের এশিয়া কাপ ও বিশ্বকাপ পরিকল্পনা করেছিল বাংলাদেশের টিম ম্যানেজম্যান্ট। সব পরিকল্পনায় যেন জল ঢেলে দিল তামিমের অবসর। এবার হয়তো নতুন করে ছক আঁকতে হবে হাথুরুসিংহকে। 

আসন্ন ওয়ান ডে বিশ্বকাপ এবং টি-২০ বিশ্বকাপের আগে তামিম ইকবালের এমন অবসরের ঘোষণা যেন মেনে নিতে পারছেন না কেউই। আবার কারও কারও চোখে অভিযুক্ত হচ্ছেন তামিম ইকবাল খান নিজেও।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য তামিম ছিলেন নিয়মিত অধিনায়ক। আকস্মিক অবসরের কারণে অধিনায়কের পদটি এখন ফাঁকা। যেহেতু এই সিরিজে লিটন দাস তামিমের ডেপুটি, তাই সহ-অধিনায়ক হিসেবে লিটনের ওপরই আস্থা রাখতে যাচ্ছে বোর্ড। অন্তত ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুসের কথায় এমন ইঙ্গিতই মিললো। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে অধিনায়কের নাম জিজ্ঞাসা করতেই সমকালকে জালাল ইউনুস বলেন, 'আমাদের সহ-অধিনায়ক তো লিটনই।'

বিসিবি থেকে তামিমকে এখনই অবসর না নেওয়ার জন্য অনুরোধ করা হয়। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলে বিশ্রাম নিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে তামিম তার সিদ্ধান্তেই ছিলেন অটল।

তামিমের অবসরের বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘সকালে আমি তার সঙ্গে কথা বলেছি। তাকে অবসর না নেওয়ার অনুরোধ করেছি। বলেছি, তুমি এই সিদ্ধান্ত নিও না। দরকার হলে পরে চিন্তা করো। এই সিরিজটা খেলে বিশ্রামে যাও। ব্যথাটা (কোমরের ইনজুরি) ঠিক করো। এরপর বিশ্বকাপের জন্য রেডি হও।’

কী কারণে অসময়ে অবসরে গেলেন তামিম? 
বেশ আগে থেকেই মিডিয়াপাড়ায় তামিমের ব্যাপারে একটি ব্যাপার রটে গিয়েছিলো— তামিম ইকবাল সমালোচনা নিতে পারেন না (গ্রহণ করতে পারেন না)। 

তাছাড়া অধিনায়কত্বের ক্ষেত্রেও সবাইকে সামাল দেয়ার বিষয়ে সাকিব নাকি তামিম ইকবাল বেশি দক্ষ এ নিয়ে চলছিলো কানাঘুষা। তাই অনেকেই মনে করছেন এসব কারণে তামিম ইকবাল অবসরের ঘোষণা দিয়েছেন। 

বিসিবি সভাপতি ও কোচের সঙ্গে চাপা দ্বন্দ্ব
এদিকে সম্প্রতি তামিম ইকবালকে নিয়ে গণমাধ্যমের সামনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং কোচ হাতুরু ক্ষোভ প্রকাশ করেছেন। তারা তামিম ইকবালের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। 

জানা গেছে, বেশ কিছুদিন ধরে কোমরের ইনজুরিতে ছিলেন ক্রিকেট পরিবারের সন্তান তামিম ইকবাল। ওই ইনজুরির সঙ্গে অফফর্ম মিলিয়ে সময়টা খারাপ যাচ্ছিল তার। বুধবার আফগানদের বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচে শতভাগ ফিট না হলেও ঝুঁকি নিয়ে খেলেছেন তিনি। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়