Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৫, ৭ জুলাই ২০২৩
আপডেট: ১৯:২১, ৭ জুলাই ২০২৩

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ

অবসর ভেঙে তামিম ইকবালের ক্রিকেট মাঠে ফেরার সিদ্ধান্ত

মাশরাফির সেলফিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সস্ত্রীক তামিম ইকবাল খান।

মাশরাফির সেলফিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সস্ত্রীক তামিম ইকবাল খান।

অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন দেশসেরা ক্রিকেট ওপেনার তামিম ইকবাল। ফিরবেন অধিনায়ক হয়ে। তবে প্রধানমন্ত্রীর কাছে দেড় মাসের ছুটি চাইলেন।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে নিজের সিদ্ধান্তের কথা জানান চট্টগ্রামের এই খেলোয়াড়।

প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সাক্ষাৎ শেষে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তামিম। তবে আপাতত তিনি দেড় মাসের বিশ্রামে থাকবেন বলে জানা গেছে। তিনি অধিনায়ক হয়েই ফিরবেন এশিয়া কাপ দিয়ে।

প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার পর গণমাধ্যমে তামিম বলেছেন, ‘আজ দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’

তামিম ইকবালকে নিয়ে আগের খবর পড়ুন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়