Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

সালেহ উদ্দিন আহমদ

প্রকাশিত: ২৩:০৭, ৭ জুলাই ২০২৩

মাশরাফি বিন মুর্তজাকে বিসিবি সভাপতি করুন

তামিম ইকবাল খান। বাংলাদেশের একজন ক্রিকেটার। সে বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে। তাঁর অবদানকে বাংলাদেশ ক্রিকেট কোনক্রমেই অস্বীকার করতে পারবে না। তাঁর পরিবারের সকল সদস্যদের অবদান বাংলাদেশ ক্রিকেটের স্মরণ করা উচিৎ। 

তার ব্যাটিং ক্যারিয়ার আন্তর্জাতিক মানের এটা চোখ বন্ধ করে নিঃসন্দেহে স্বীকার করতে হবে। 

টেস্ট ম্যাচ - ৭০    রান - ৫১৩৪, গড় ৩৮.৯, স্ট্রাইক রেট ৫৮
ওডিআই - ২৪১, রান - ৮৪১৩, গড় ৩৬.৬, স্ট্রাইক রেট ৭৮.৫
টি-২০      - ৭৮,   রান - ১৭৫৮, গড় ২৪.১ স্ট্রাইক রেট ১১৭
প্রথম শ্রেণি ১০৪, রান - ৭৯৫৪, গড় ৪৩.২ 

তামিম ইকবাল খানের মতো একজন ক্রিকেটার কেন হঠৎ কেন সাংবাদিক সম্মেলন করে কেঁদে বিদায় নিবেন? তাঁর বিদায় নেবার সময় তো এখনো হয়নি। বাংলাদেশ ক্রিকেট এখনো তাঁর কাছ থেকে অনেক কিছু আশা করে। তারও অনেক কিছু দেবার সামর্থ্য এখনও আছে। 

একজন ক্রিকেটার অনেক পুড়িয়ে পুড়িয়ে অঙ্গার হয়ে নিজেকে তৈরি করে। তাঁকে অনেক ঘাম ঝরাতে হয়। কঠিন ও দীর্ঘ অনুশীলন করতে হয়। দীর্ঘদিন পরিশ্রম করলে পড়াশোনা করলে বড় সরকারি চাকরি পাওয়া যায়, বড় অফিসার হওয়া যায়। কিন্তু ইচ্ছে করলেই একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় হওয়া যায় না। তামিম ইকবাল খান, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম প্রতি বছর একজন করে আসে না। এঁরা আসে অনেক অনেক দিন পরপর।

সামনে বিশ্বকাপ এখন বাংলাদেশ ক্রিকেট অতি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। It's a very crucial period for Bangladesh Cricket. এখন পরীক্ষা নিরীক্ষার সময় নেই। এখন শুধু এগিয়ে যাওয়ার চিন্তা করার বিষয়। এমন অবস্থায় একজন তামিম ইকবাল খানের মতো খেলোয়াড়ের বিদায় অর্থ হলো বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ড ভেঙে দেয়া।

বিসিবি সভাপতি একজন আসবেন একজন চলে যাবেন, আবার আরেকজন আসবেন। কোচ একজন আসবেন একজন চলে যাবেন। বেশি টাকা খরচ করলে ইংল্যান্ড অস্ট্রেলিয়া থেকে দামি কোচ আনা যাবে। হাতুড়ি চলে গেলে বাটাল পাওয়া যাবে। তবে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, অথবা একজন ক্রিকেটার বেশি টাকা দিয়ে কিনে আনতে পারবে না। 

আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচ হারলে মানইজ্জত চলে যায় না। ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারতও তো বাংলাদেশের নিকট হারে। খেলায় হারজিৎ আছে বলেই খেলা এতো সুন্দর। 

অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ড থেকে একজন ভালো কোচ নিয়ে আসুন মাশরাফি বিন মুর্তজাকে বিসিবি সভাপতি করুন। আগামী বিশ্বকাপ বাংলাদেশের নিশ্চিত।

আইনিউজ/ইউ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়