Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৫, ৮ জুলাই ২০২৩

২৫০তম ওয়ান ডে ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মুশফিক 

বাংলাদেশি ব্যাটার ও উইকেটকিপার মুশফিকুর রহিম। ছবি- সংগৃহীত

বাংলাদেশি ব্যাটার ও উইকেটকিপার মুশফিকুর রহিম। ছবি- সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ান ডে সিরিজের বাঁচা-মরার ম্যাচ ফেরাতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। তবে আজকের ম্যাচে খেলতে নামার মধ্য দিয়ে ব্যক্তিগত ক্যারিয়ারে ২৫০তম ওয়ান ডে ম্যাচ খেলার রেকর্ডটি করে ফেলেছেন মুশফিকুর রহিম। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। শনিবার (৮ জুলাই) টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক লিটন দাস। 

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৭ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ২৫০তম ওয়ানডে খেলছেন মুশফিক। ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় তার। সে ম্যাচটিতে ৮ উইকেটে জয় পায় বাংলাদেশ। 

মুশফিক তার ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম, ১০০তম, ১৫০তম ম্যাচ জিতেছিল বাংলাদেশ। হেরেছিল কেবল ২০০তম ম্যাচ। আজ ২৫০ তম জয় পাবে তো বাংলাদেশ?

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার তালিকায় মুশফিকের পরেই রয়েছেন তামিম ইকবাল। তার ম্যাচ সংখ্যা ২৪১, সাকিব খেলছেন ২৩৪। তারপরই রয়েছেন মাহমুদউল্লাহ ও মাশরাফি বিন মুর্তজা। দুই জনের ম্যাচ সংখ্যা ২১৮। মাশরাফিকে ওয়ানডে দলে আর দেখা না গেলেও সম্ভাবনা রয়েছে মাহমুদউল্লাহর।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়