আই নিউজ ডেস্ক
সিরিজের শেষ ওয়ানডে : ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তান
গত মার্চে ৭ বছর পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে সেই সিরিজের পর অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের ধারায় ফেরে টাইগাররা। কিন্তু এবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে স্বাগতিকরা। তাই হোয়াইটওয়াশ এড়াতে আজ সিরিজের শেষ ওয়ানডেতে চট্টগ্রামে মাঠে নেমেছে বাংলাদেশ।
টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে যখন ধুঁকছিল আফগানিস্তান তখন উইকেটে আসেন মোহাম্মদ নবি। অভিজ্ঞ এই ব্যাটারের ওপর গুরু দায়িত্ব ছিল দলকে এমন পরিস্থিতি থেকে টেনে তোলার। কিন্তু সেটা তো পারলেনই না, উল্টো দলের বিপদ বাড়িয়ে সাজঘরে ফিরেছেন মাত্র ১ রান করে। নবম ওভারের দ্বিতীয় বলটি অফ স্টাম্পের ওপর গুড লেন্থে করেছিলেন শরিফুল। সেখানে পেসে পরাস্ত হয়েছেন এই ব্যাটার। তাতে বল সরাসরি তার প্যাডে আঘাত হানে। ফলে লেগ বিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার। কিন্তু নবি রিভিউ নেন। তাতেও আর শেষ রক্ষা হয়নি তার। ফলে ১৫ রান তুলতেই ৪ উইকেট হারায় সফরকারীরা।
ইব্রাহিম জাদরানের পর আগের ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান রহমানউল্লাহ গুরবাজকেও দ্রুত ফেরাল বাংলাদেশ। তাসকিনের বাউন্সারে পুল করার চেষ্টা করেছিলেন গুরবাজ, কিন্তু অফ স্টাম্পের বাইরের বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ব্যাটের কানায় লেগে বল যায় উইকেটের পেছনে। দারুণ ক্যাচ লুফে নিলেন মুশফিক। আগের ম্যাচে ১৪৫ রান করে ম্যাচসেরা হওয়া ওপেনার এবার ফিরলেন ২২ বলে স্রেফ ৬ রান করে।
চলতি সিরিজে উইকেটের পেছনে সময়টা ভালো না কাটলেও আজ দুর্দান্ত করছেন মুশফিক। এখন পর্যন্ত তিন উইকেটের প্রতিটিতেই ক্যাচ নিলেন অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটার।
দ্বিতীয় বলেই উইকেট, তারপর তিনটি ডট আবারো উইকেট। শরিফুলের এক ওভারের গল্প এটি। আগের ম্যাচে আফগান ওপেনিং জুটি থেকে এসেছিল ২৫৬ রান। তবে আজ তাদের উদ্বোধনী জুটি ভেঙে গেল মাত্র ৩ রানেই। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরান শরিফুলের বলে ব্যাট চালিয়ে খোঁচা দিয়েছেন, উইকেটের পেছনে বাকি কাজটা সহজেই সারেন মুশফিকুর রহিম। ৬ বলে ১ রান করে সাজঘরে ফিরেছেন ইব্রাহিম।
ইব্রাহিম জাদরানের পর উইকেটে এসে থিতু হতে পারলেন না রহমত শাহ। শরিফুলের বাড়তি বাউন্সের বলে এজড হলেন। ৪ বলে কোনো রান না করেই ফিরলেন তিনি। এক ওভারে দুই উইকেট নিয়ে শুরুতেই আফগানিস্তানকে চাপে ফেলে দিয়েছেন শরীফুল।
চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন পেসার এবাদত হোসেন। শেষ ওয়ানডের দল থেকে বাদ দেওয়া হয়েছে হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমানকে। তাদের জায়গায় দলে ফিরেছেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ :
লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিশ্চিত হয়ে গেছে আগেই। হোয়াইটওয়াশের মিশনে এবার রশিদ খানকে বিশ্রামে রেখেছে আফগানিস্তান। এছাড়া প্রথম দুই ম্যাচ খেলা পেসার সেলিম সাফিও নেই আজ। তাদের জায়গায় অভিষেক হচ্ছে আব্দুল রহমান ও জিয়া আকবরের।
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, জিয়া আকবর, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও জিয়া আকবর।
আইনিউজ/ইউএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা