Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৫০, ১৩ জুলাই ২০২৩

টি ২০ খেলতে সিলেটে বাংলাদেশ-আফগানিস্তান দল 

হোয়াইট ওয়াশ এড়ালেও একমাত্র ওয়ান ডে সিরিজে আফগানদের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। ওয়ান ডে ম্যাচে হারের শোধ নিতে সিলেটে টি ২০ সিরিজ খেলতে এরিমধ্যে এসে পৌঁছেছে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দল। দুই দলের টি ২০ ম্যাচ অনুষ্ঠিত হবে চায়ের টিলাবেষ্টিত সিলেটে। 

বুধবার (১২ জুলাই) দুপুরের দিকে চায়ের রাজধানী সিলেটে পা রাখেন আফগানিস্তান ও বাংলাদেশের ক্রিকেট দলের সদস্যরা। 

চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শেষ করেই বুধবার (১২ জুলাই) সেখান থেকে সরাসরি সিলেটের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ ও আফগানিস্তান দল। দুপুর ১টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সাকিব আল হাসান ও রশিদ খানরা।

সিলেটে অবতরণ করার খানিকটা আগেই আসা বৃষ্টি মাথায় নিয়েই এয়ারপোর্টের অদূরে বড়শালা এলাকায় অবস্থিত পাঁচতারকা হোটেল গ্র্যান্ড সিলেটে ওঠে দুই দল। দুই টিম আপাতত হোটেলে বিশ্রামে কাটাবে। বৃহস্পতিবার (১৩ জুলাই) অনুশীলনে করবে দুই দলই।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে শুক্রবার (১৪ জুলাই)। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। এরপর একই মাঠে আগামী শনিবার (১৬ জুলাই) দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়