Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৭, ১৪ জুলাই ২০২৩

দোন্নারুম্মার বিকল্প চান পিএসজির নতুন কোচ লুইস এনরিকে

দলে নতুন কোচ আসা মানেই কিছু খেলোয়াড়ের বিদায় ঘটবে, আসবে নতুন কিছু খেলোয়াড়। পিএসজিও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। নতুন মৌসুম শুরু করার আগে দলটির দায়িত্ব নিয়েছেন লুইস এনরিকে। স্পেনের কোচ পিএসজির দায়িত্ব নেওয়ার আগেই প্যারিসের ক্লাবটি ছেড়ে গেছেন লিওনেল মেসি। কিলিয়ান এমবাপ্পে যাই যাই করছেন। আর নেইমারের ভবিষ্যৎও অনিশ্চিত।

এমন পরিস্থিতিতে নতুন খেলোয়াড় এনরিকের লাগবেই। পিএসজি কয়েকজন খেলোয়াড় দলে নিয়েছেও। কিন্তু নতুন কোচ এনরিকে দলে চান নতুন গোলকিপার। এই মুহূর্তে পিএসজিতে সময়ের অন্যতম সেরা গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা আছেন। তবে এনরিকের তাঁকে খুব একটা পছন্দ নয়। স্প্যানিশ কোচ তাঁর দলে বল প্লেয়িং গোলকিপার চান।

ফ্রান্সের সংবাদমাধ্যম লেকিপের খবর অনুযায়ী, এনরিকের পছন্দের তালিকায় আছেন চেলসির গোলকিপার কেপা আরিজাবালাগা। এর আগে শোনা গিয়েছিল পিএসজি টটেনহামের গোলকিপার উগো লরিসকে প্রাথমিক প্রস্তাব দিয়েছিল। কিন্তু এনরিকের পরিকল্পনার সঙ্গে তিনি ঠিক মানানসই কি না, তা নিয়ে সন্দেহ আছে।

শেষ পর্যন্ত স্পেনের কেপা আরিজাবালাগাকে না পেলে পিএসজি ফ্রি এজেন্ট দাভিদ দে হেয়াকেও দলে টানতে পারে বলে গুঞ্জন আছে। তবে পিএসজির প্রাথমিক পছন্দের তালিকায় নেই দে হেয়া।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়