Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৭, ২৩ জুলাই ২০২৩

ভারতের বড় রানের জবাবে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ

চোয়ালবদ্ধ দৃঢ়তায় এগুলেও সেঞ্চুরি পর্যন্ত যেতে পারলেন না ক্রেইগ ব্র্যাথওয়েট। মিডল অর্ডার ব্যাটাররাও ফিরলেন থিতু হয়ে। বৃষ্টিবিঘ্নিত দিনে তবু আলিক আথানজের ব্যাটে লড়াই জারি রাখতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্টে এখনো ২০৯ রানে পিছিয়ে আছে ক্যারিবিয়ানরা, হাতে আছে ৫ উইকেট। ভারতের ৪৩৮ রানের জবাবে ২২৯ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে তারা।

১১১ বলে ৩৭ রান করে ক্রিজে আছেন আথানজে, তার সঙ্গী জশুয়া দা সিলভা খেলছেন ১১ রান নিয়ে। এর আগে স্বাগতিকদের ভরসা দেন অধিনায়ক ব্র্যথওয়েট। ২৩৫ বলে এখনো পর্যন্ত সর্বোচ্চ ৭৫ রান আসে তার ব্যাটে। ভারতের হয়ে এখন অবধি সেরা বোলার জাদেজা। ২৫ ওভার বল করে স্রেফ ৩৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি।

এক উইকেটে ৮৬ রান নিয়ে দিনের খেলা শুরুর পর বেশিদূর এগুনো যায়নি, থিতু হয়ে মুকেশ কুমারের শিকার হন ম্যাকেঞ্জি। চারে নেমে জার্মেইন ব্ল্যাকউড ছিলেন কুঁকড়ে। থিতু হতে অনেক সময় নিচ্ছিলেন তিনি, লাভ হয়নি। জাদেজার বলে আজিঙ্কা রাহানের হাতে ধরা দেন ২০ রান করে। ২০ রান করতে তার খেলতে হয় ৯২ বল।

আথানজের সঙ্গে পরে জুটি গড়তে পারেননি জশুয়া। কিপার ব্যাটার মাত্র ১০ রান করে কাটা পড়েন মোহাম্মদ সিরাজের বলে।  দিনের শেষ ভাগটা হোল্ডারকে নিয়ে পার করে দেন আথানজে।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়