স্পোর্টস ডেস্ক
সাকিব না লিটন, হবে হবে করেও ঠিক হচ্ছে না অধিনায়ক
বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস। ছবি- অনলাইন
আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপ যতো ঘনিয়ে আসছে, দলগুলো নিজেদের ততো ঘুচাতে শুরু করেছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচন এখনো ঠিক হয় নি। এশিয়া কাপ এবং বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক কে হবে তা নিয়ে এখনো দুটানায় আছে বিসিবি। সাকিব না লিটন? এই প্রশ্ন মাথায় নিয়েই চলছে অধিনায়ক নির্বাচনের কাজ।
শেষ পর্যন্ত হবো হবো করেও অধিনায়ক ঠিক হলো না। বিসিবির উচ্চ পর্যায় থেকে জোরেসোরে বলা হয়েছিল মঙ্গলবার জরুরি সভায়ই অধিনায়ক মনোনয়নের কাজ সেরে ফেলা হবে। মানে মঙ্গলবার বিকেল বা সন্ধ্যা নাগাদ জানা যাবে তামিম ইকবালের পরিবর্তে নতুন ওয়ানডে অধিনায়ক কে? সে লক্ষ্যে মঙ্গলবার বিকেল পৌনে ৩টা নাগাদ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি অফিসে সভায় বসেছিলেন বিসিবির পরিচালক পর্ষদের সদস্যরা।
কিন্তু না। শেষ পর্যন্ত নতুন ওয়ানডে অধিনায়ক নির্বাচিত হননি। বোর্ড পরিচালকরা মিলে সভা করে সিদ্ধান্ত নিয়েছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নতুন ওয়ানডে অধিনায়ক মনোনীত করবেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা নাগাদ বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন যে, আজ আমাদের একটা ইমার্জেন্সি মিটিং ছিল। ইমার্জেন্সি মিটিং ডাকার জন্য একটা কারণ ছিল সেটা ক্যাপ্টেন্সির ব্যাপারে। মূলত এশিয়া কাপের ক্যাপ্টেন নির্বাচনের কথা ছিল।’
‘আমরা আজ বোর্ড সভায় বসেছিলাম। পরে বোর্ড থেকে আমরা সবাই মাননীয় বোর্ড সভাপতিকে ক্যাপ্টেন্সি সিলেক্ট করার জন্য। আমরা ক্যাপ্টেন সিলেক্ট করার জন্য ওনাকে দায়িত্ব দিয়েছি। উনি এখন ভেবে চিন্তে যে কয়জন প্রোভাবল ক্যান্ডিডেট আছে ক্যাপ্টেন্সির জন্য তাদের সাথে কথা বলে উনি ফাইনাল করবেন।’
‘আশা করি, আমরা দু-তিনদিনের মধ্যে মানে ১২ আগস্টের আগে (যদিও জালাল ভুলবশত ১২ সেপ্টেম্বর বলে ফেলেছেন) বা আমাদের ডেটলাইন আছে তার আগে আমরা ক্যাপ্টেন ডিসাইড করে আপনাদের জানিয়ে দেবো।’
আই নিউজ/এইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা