Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২:৪৯, ২২ আগস্ট ২০২৩

এমবাপ্পের দাম ২৫০ মিলিয়ন শুনে বার্নাব্যুতে ঠাট্টা

দলবদলের দরজা বন্ধ হওয়ার আগে কিলিয়ান এমবাপ্পের জন্য শেষ প্রস্তাব দিতে চায় রিয়াল মাদ্রিদ। সংবাদ মাধ্যম বিল্ডের মতে, প্রস্তাবও প্রস্তুত করছে রিয়াল মাদ্রিদ বোর্ড। চুক্তির শেষ বছরে থাকা ফ্রান্স স্ট্রাইকারের জন্য লা লিগা জায়ান্টরা ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেবে বলে তারা জানিয়েছে। 

তবে সংবাদ মাধ্যম এল ডিবেট দাবি করেছে, পিএসজি এমবাপ্পের সঙ্গে যেকোন ধরনের চুক্তির জন্য ২৫০ মিলিয়ন ইউরো চায়। সেই চুক্তি চলতি মৌসুমে হোক কিংবা আগামী মৌসুমে। এমবাপ্পের জন্য পিএসজির প্রত্যাশিত দাম শুনে নাকি লস ব্লাঙ্কোস শিবিরে ঠাট্টার রোল পড়েছে। 

পিএসজি বোর্ডের বিশ্বাস, এমবাপ্পের সঙ্গে চুক্তি নবায়ন করতে পারবে তারা। এমবাপ্পে এক বা দুই বছরের জন্য প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করবে বলে বিশ্বাস তাদের। আর চুক্তি নবায়ন করলেই আগামী মৌসুমে ২৫০ মিলিয়নে ফ্রান্স স্ট্রাইকারকে বিক্রি করার পথ খুলে যাবে তাদের জন্য। 

তবে রিয়াল কর্তৃপক্ষও কম একগুয়ে নয়। এল ডিবেটের মতে, ব্লাঙ্কোস শিবির জানিয়ে দিয়েছে, চুক্তি চলতি মৌসুমে হোক আর আগামী মৌসুমে ২৫০ মিলিয়ন দিয়ে তারা কোনভাবেই এমবাপ্পেকে বার্নাব্যুতে আনবে না। দামটা বড় জোর বাড়িয়ে ১৩০ মিলিয়ন করবে। এড অন্স ও বোনাসের শর্ত মিলিয়ে সেটা  ১৭৫ মিলিয়ন হতে পারে। 

এছাড়া রিয়ালের এজেন্ট নাকি পরিষ্কার করে দিয়েছেন, এমবাপ্পেকে তারা যদি চলতি মৌসুম কিংবা ২০২৪ সালে দলে ভেড়াতে না পারে তাহলে বিড থেকে সরে দাঁড়াবে তারা। ক’দিন আগে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার গুটারেজ গুটি একই কথা বলেছেন। এমবাপ্পে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করলে রিয়াল তাকে ছেড়ে হ্যালন্ডকে কিনবে বলে মন্তব্য করেছেন তিনি।

আইনিউজ/ইউএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়