Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৪, ২৬ আগস্ট ২০২৩

এশিয়া কাপ : প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সাকিব-হাথুরু 

আগামী ৩০ আগস্ট পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য রোববার শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এর আগে আজ (শনিবার) সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

কিছুদিন আগেও সাকিব জানতেন না, এশিয়া কাপ দিয়েই আবার অধিনায়ক পর্ব শুরু করবেন। তামিম স্বেচ্ছায় সরে দাঁড়ালে অধিনায়কের দায়িত্ব পান সাকিব। এশিয়া কাপ দিয়েই অধিনায়কের প্রত্যাবর্তনটা রাঙাতে চান দেশসেরা এই অলরাউন্ডার। সংবাদ সম্মেলনে সাকিব জানান, এশিয়া কাপে আমাদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ওখানে ব্যাটসম্যানরা রান পায়। এবারও তেমন কিছু্ হবে। এজন্য বোলারদের বেশ চ্যালেঞ্জ থাকবে। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি'

সুযোগ থাকলে প্রতিটি ম্যাচ জিততে চাওয়া সাকিব বলেন, 'আমি যদিও ছিলাম না, কোচদের সঙ্গে কথা বলে জেনেছি, দলের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা সবদিক থেকে প্রস্তুত আছি। এশিয়া কাপে আমরা আগে ভালো খেলেছি। এবারও ভালো খেলতে চাই। এজন্য আমাদেরকে আগে সুপার ফোরে কোয়ালিফাই করতে হবে। প্রথম দুই ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। সুযোগ থাকলে প্রতিটি ম্যাচ জেতার চেষ্টা করবো।'

কোচ চন্ডিকা হাথুরুসিংহের কথা উল্লেখ করে বলেন, 'কোচ বললেন আমাদের অনুশীলন খুব ভালো হয়েছে। তো আমাদের দলের সবার মানসিক এবং পারফরম্যান্সের দিক থেকে ভালো শেপ আছে। তাই বলব আমরা অবশ্যই এশিয়া কাপে অনেক দূর যেতে পারব।'

এর আগে চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, 'প্রস্ততিতে আমি খুবই সন্তুষ্ট। আমরা শুরুতে ফিটনেস নিয়ে বেশ কাজ করেছি, এরপর স্কিল নিয়ে। অনুশীলনে প্রথমবারের মতো বেশ কিছু বিষয় নিয়ে কাজ করেছি যেগুলো গুরুত্বপূর্ণ ছিল। আমরা একটা প্রস্তুতি ম্যাচ খেলেছি। যেখানে ছেলেরা শেষ বল পর্যন্ত নিজেদের ইনটেনসিটি দেখিয়েছে।'

আইনিউজ/ইউএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়