Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:১৭, ২৬ আগস্ট ২০২৩
আপডেট: ১৮:১৩, ২৬ আগস্ট ২০২৩

বিশ্বকাপে আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ জয়: সাকিব 

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। সেটা মাথায় রেখে এখন থেকেই চলছে বাংলাদেশ জাতীয় দলের প্রস্তুতিমূলক অনুশীলন সহ নানা কর্মকাণ্ড। তবে বিশ্বকাপের বাংলাদেশ অংশগ্রহণ করবে পাকিস্তানে আয়োজিত এশিয়া কাপ ২০২৩ টুর্ণামেন্টেও। সে লক্ষ্যে সবশেষ প্রস্তুতির অংশ হিসেবে মিরপুরে নিজেদের ঝালিয়ে নিয়েছেন টাইগাররা।

গত ১২ আগস্ট এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর থেকে প্রস্তুতি ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নিয়েছেন টাইগাররা। রোববার এশিয়া কাপের উদ্দেশে দেশ ছাড়বেন সাকিব-লিটনরা। 

তার আগে শনিবার সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এ সময় তার সঙ্গে ছিলেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ পরিকল্পনা জানিয়ে সাকিব বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপে আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ জয়। আমরা প্রতিটি ম্যাচ আলাদা আলাদা করে টার্গেট করবো। ওয়ান বাই ওয়ান  জয়ের পরিকল্পনা।’

তিনি আরো বলেন, ‘আমি যদিও ছিলাম না, কোচদের সঙ্গে কথা বলে জেনেছি, দলের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা সবদিক থেকে প্রস্তুত আছি। এশিয়া কাপে আমরা আগে ভালো খেলেছি। এবারও ভালো খেলতে চাই। এজন্য আমাদেরকে আগে সুপার ফোরে কোয়ালিফাই করতে হবে। প্রথম দুটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। সুযোগ থাকলে প্রতিটি ম্যাচ জেতার চেষ্টা করবো।’

প্রসঙ্গত, এশিয়া কাপের ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ ৩১ অগাস্ট ক্যান্ডিতে শ্রীলংকার মুখোমুখি হবে। আগামী ৩ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে মোকাবিলা করবে আফগানিস্তানকে। ম্যাচটি গড়াবে পাকিস্তানের লাহোরে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়