Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:২৯, ২৭ আগস্ট ২০২৩

এশিয়া কাপ খেলতে আজ রওনা হবে বাংলাদেশ 

বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনের ছবি।

বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনের ছবি।

এশিয়া কাপের পর্দা উঠবে ৩০ আগস্ট মাঠে গড়াবে এবারের আসর। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য রোববার (২৭ আগস্ট) শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এবারের এশিয়া কাপ শ্রীলঙ্কা এবং পাকিস্তান দুটি দেশে গিয়ে খেলতে হবে বাংলাদেশকে। এশিয়া কাপে ম্যাচ বাই ম্যাচ জয়ের লক্ষ্যের কথা দেশ ছাড়ার আগে জানিয়েছেন সাকিব আল হাসান। 

এশিয়া কাপে বাংলাদেশ প্রথম ম্যাচটি খেলবে আগামী ৩১ আগস্ট ক্যান্ডিতে। এদিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হবেন সাকিব-শান্তরা।

এশিয়া কাপের আগে শনিবার মিরপুরে সংবাদ সম্মেলন করেছে সাকিব ও কোচ হাথুরুসিংহে। সামনে এশিয়া কাপ থাকায় আপাতত মহাদেশীয় টুর্নামেন্টকেই শুধু গুরুত্ব দিচ্ছেন তিনি। 

মাত্রই লঙ্কান ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে আসা সাকিব দলকে যেটুকু তথ্য দিয়েছেন, তা হলো শ্রীলঙ্কায় ব্যাটিংসহায়ক উইকেটই হবে। বোলারদের যেমন চ্যালেঞ্জ নিতে হবে, তেমনি ব্যাটারদের তাড়াতাড়ি রান তোলার চ্যালেঞ্জ নিতে হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়