Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২:২২, ৩০ আগস্ট ২০২৩

২৩৮ রানের বিশাল ব্যবধানে জয়

জয় দিয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের

এশিয়া কাপের ১৬তম আসরের উদ্বোধনী ম্যাচে ২৩৮ রানের বিশাল ব্যবধানে জয় পেল পাকিস্তান। টুর্নামেন্টে প্রথমবার খেলার সুযোগ পাওয়া নেপালকে ১০৪ রানে গুঁড়িয়ে দিয়ে বড় ব্যবধানে জয় পায় পাকিস্তান।

বুধবার মুলতান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান। এদিন অধিনায়ক বাবর আজম ও ইফতেখার আহমেদের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৩৪২ রান করে পাকিস্তান। 

দলের হয়ে ১৩১ বলে ১৪টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ১৫১ রান করেন বাবর আজম। ৭১ বলে ১১টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলেন ইফতেখার আহমেদ। এছাড়া ৫০ বলে ৪৪ রান করেন মোহাম্মদ রিজওয়ান।

৩৪৩ রানের পাহাড় ডিঙ্গাতে নেমে পাকিস্তানের বোলিং তোপের মুখে পড়ে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে নেপাল। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে শেষ পর্যন্ত ২৩.৪ ওভারে ১০৪ রানেই অলআউট হয় নেপাল। দলের হয়ে সর্বোচ্চ ২৮ ও ২৬ রান করে করেন সস্পাল কামি ও আরিফ শেখ। 

পাকিস্তানের হয়ে শাদাব খান ৬.৪ ওভারে ২৭ রানে ৪ উইকেট শিকার করেন। দুটি করে উইকেট নেন পেসার শাহিন আফ্রিদি ও হারিস রউফ। একটি করে উইকেট নেন মোহাম্মদ নওয়াজ ও নাসিম শাহ।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়