Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৪:৩১, ২ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৫:২০, ১০ সেপ্টেম্বর ২০২৩

ভারত বনাম পাকিস্তান লাইভ স্কোর

অনুষ্ঠিত হচ্ছে ভারত বনাম পাকিস্তান লাইভ স্কোর ম্যাচ। টানটান উত্তেজনা নিয়ে চলমান রয়েছে India Vs Pakistan Live Score. যারা সরাসরি ভিডিও দেখতে পারছেন না তারা আমাদের এখান থেকে স্কোরটি লাইভ দেখে নিন এখনই। তাহলে খুব সহজে পেয়ে যাবেন ক্রিকেটের আপডেট তথ্য।

গত ৩০ আগস্ট থেকে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ ২০২৩। ইতিমধ্যে ২ টি খেলা অনুষ্ঠিত হয়ে গেছে। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল 30 আগস্ট পাকিস্তান বনাম নেপাল। এখানে জয়লাভ করেছিল শক্তিশালী দল পাকিস্তান। অন্যদিকে দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় বাংলাদেশ বনাম শ্রীলংকা। এখানে জয়লাভ করে শ্রীলংকা।

আজকে যে খেলাটি অর্থাৎ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে শক্তিশালী দুটি দল পাকিস্তান বনাম ভারত। এই দল দুইটির খেলা মানেই হাড্ডাহাড্ডি লড়াই এবং দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজমান। প্রতিটি বলেই যেন এক একটি উৎসাহ বিরাজ করে।

প্রতিটি ভারত পাকিস্তান খেলার মধ্যে থাকে সবসময় উচ্ছ্বাস এবং হার জিতের উত্তেজনা। এমন দুটি দেশের একসাথে খেলা খুব কমই দেখা যায়। কিন্তু এবারে দর্শকরা এশিয়া কাপে এর উত্তেজনা উপভোগ করতে পারবে।

ভারত বনাম পাকিস্তান লাইভ স্কোর

এশিয়া কাপ অনুষ্ঠিত হয় শুধুমাত্র এশিয়ার কয়েকটি দেশ নিয়ে যেখানে শক্তিশালী দলগুলো অংশগ্রহণ করে থাকে। এবারে বেশ কয়েকটি দল অংশগ্রহণ করেছে। প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে শক্তিশালীভাবে অংশগ্রহণ করছে। আশা করা যাচ্ছে এবারের এশিয়া কাপ টুর্নামেন্টগুলো অনেক হাড্ডা হাড্ডি হবে।

এই ভারত আর পাকিস্তান খেলা দেখার জন্য অনেকে পূর্ব থেকে প্রস্তুতি নিচ্ছে। এই খেলাটি উপভোগ করতে পারে খুব সহজভাবে। কিন্তু উপভোগ করার ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা রয়েছে কর্মক্ষেত্র এবং বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে। যার কারণে অনেকে বাসায় বসে টিভিতে খেলা দেখতে পারেন না অথবা মিসকল সম্পর্কে জানতে পারেন না। অনেকে আছে অফিসের ফাঁকে শুধুমাত্র খেলার স্কোর জানার জন্য অধীর আগ্রহে মন ছুটে থাকে। তাদের জন্যই আমাদের আজকের এই আর্টিকেল ভারত বনাম পাকিস্তান লাইভ স্কোর।

পাকিস্তান বনাম ভারত লাইভ স্কোর 

এখন কথা হচ্ছে এত ব্যস্ততার মাঝে কিভাবে আপনারা এই স্কোর গুলো দেখবেন। যারা বাংলাদেশে বসবাস করেন তারা মাই জিপি এবং ট্রফি থেকে সরাসরি লাইভ স্কোরটি দেখতে পারবেন। আর যারা দেশের বাইরে অবস্থান করছেন তারা সরাসরি google এ সার্চ করুন পাকিস্তান বনাম ভারত লাইভ ম্যাচ। গুগলে সেখানে সকল ধরনের তথ্যগুলো আপনারা আপডেট পেয়ে যাবেন।

আমাদের আর্টিকেলটি পড়তেছেন তারা আমাদের এখান থেকে সরাসরি প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন সকল ক্রিকেট স্কোর। এখানে যাবতীয় সকল খেলাধুলার লাইভ স্কোর গুলো দেখানো হয়ে থাকে। প্রতি মিনিটে এবং প্রতি ওভারে আমাদের এই স্কোরগুলো আপডেট দিয়ে থাকি। যাতে করে একজন দর্শক সঙ্গে সঙ্গে টিভির মতো করে সকল স্কোর গুলো দেখতে পারেন। নিচের চার্জশিট থেকে দেখে নিন ভারত বনাম পাকিস্তান লাইভ স্কোর।

Live Match India Vs Pakistan Score 

India 266/8 (48.5)
Pakistan ( Batting )  000


এশিয়া কাপ ভারতের খেলোয়াড়দের তালিকা 

ভারতে রয়েছে শক্তিশালী সকল খেলোয়াড় যারা বলে এবং ব্যাটিংয়ের দিক থেকে অনেক অভিজ্ঞতা সম্পন্ন। এখানে রয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মার মত দক্ষ সকল খেলোয়াড়রা। এবারের এশিয়া কাপে কোন কোন খেলোয়াড়রা ভারতের পক্ষ থেকে অংশগ্রহণ করছে।

  1. রোহিত শর্মা (অধিনায়ক), 
  2. বিরাট কোহলি,
  3. শ্রেয়স আইয়ার, 
  4. কেএল রাহুল,
  5. রবীন্দ্র জাদেজা,
  6. শুভমান গিল, 
  7. হার্দিক পাণ্ড্য , 
  8. সূর্যকুমার যাদব,  
  9. অক্ষর প্যাটেল, 
  10. শার্দুল ঠাকুর, 
  11. তিলক ভার্মা,
  12. প্রসিদ্ধ কৃষ্ণ, 
  13. সঞ্জু স্যামসন 
  14. কুলদীপ যাদব, 
  15. ঈশান কিষাণ, 
  16. মহম্মদ শামি, 
  17. মহম্মদ সিরাজ, 
  18. যশপ্রীত বুমরাজ,
     

এশিয়া কাপ পাকিস্তানের খেলোয়াড়দের তালিকা 

ভারতের মতো এখানেও রয়েছে দক্ষ সকল খেলোয়াড়রা। বাবর আজমসহ রয়েছে টপ লেভেলের অভিজ্ঞতা সম্পন্ন সকল ব্যাটসম্যান এবং বোলাররা। সুতরাং এবারের ম্যাচ দুর্দান্ত হবে আশা করাচ্ছে পাকিস্তান টিম। আসুন দেখে নেই ভারত বনাম পাকিস্তান লাইভ স্কোর এবং খেলোয়াড়দের তালিকা।

  1. মহম্মদ ওয়াসিম জুনিয়র, 
  2. সৌদ শাকিল, 
  3. হারিস, 
  4. উসামা মীর, 
  5. শাদাব খান, 
  6. মহম্মদ নওয়াজ, 
  7. ফাহিম আশরাফ, 
  8. হারিস রউফ, 
  9. ফখর জামান, 
  10. ইমাম-উল-হক, 
  11. সালমান আলী আগা, 
  12. ইফতিকার আহমেদ, 
  13. মহম্মদ রিজওয়ান,
  14. তৈয়ব তাহির
  15. নাসিম শাহ, 
  16. শাহীন আফ্রিদি, 
  17. বাবর আজম
  18. আবদুল্লাহ শফিক, 


আজকের ভারত বনাম পাকিস্তান খেলা দুর্দান্ত হবে কারণ উভয় দলই হচ্ছে শক্তিশালী। পাকিস্তান ইতিপূর্বে নেপালকে প্রায় ২৩০ রানের বেশি রান নিয়ে হারিয়েছে। আবার ইতিপূর্বে ভারতের ম্যাচ জয়ের হার তুলনামূলকভাবে বেশি। যারা ভারত পাকিস্তান সাপোর্টার রয়েছে তাদের মধ্যে চরম উত্তর জন্য বিরাজ করতেছে সকাল থেকেই। এ নিয়ে চলছে তর্ক-বিতর্ক এবং নানা উত্তেজনা।

ভারত বনাম পাকিস্তান লাইভ স্কোর শুরু হবে ৩ টা ৩০ মিনিট থেকে। এটি হচ্ছে বাংলাদেশের সময় অনুসারে। যারা খেলা দেখবেন তারা পূর্ব থেকে এ বিষয়ে প্রস্তুত নিয়ে থাকবেন কারণ দীর্ঘ সময় পর্যন্ত এ খেলা চলমান থাকে। আজকের এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে ৫০ ওভারে। প্রথমে টস করা হবে তারপরে যে জিতবে সে যেকোনো একটি নির্বাচন করতে পারবে। চলমান রবে খেলা। আম্পায়ারের ডিসিশন সকল খেলোয়াড়দেরকে মেনে চলতে হবে।

ভারত বনাম পাকিস্তান লাইভ স্কোর খেলার দেখার পাশাপাশি ক্রিকেটের আরও অন্যান্য সকল লাইভ দেখতে আমাদের সঙ্গে থাকুন। এখানে India Vs Pakistan Live Score দেখানো হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়