আই নিউজ ডেস্ক
এশিয়া কাপ : তিন অঙ্ক ছুঁয়েছে বাংলাদেশ
আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। তাই টুর্নামেন্টে টিকে থাকতে আজ আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগারদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান।
বাংলাদেশের সেঞ্চুরি
দুই বলের ব্যবধানে দুই উইকেট হারানোর পর কিছুটা হলেও শঙ্কা জেগেছিল। তবে সেই শঙ্কার মেঘ কেটে গেছে শান্ত-মিরাজের ব্যাটে। আগের ম্যাচে একাই লড়াই করা শান্ত আজও দুর্দান্ত শুরু করেছেন। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলছেন এই বাঁহাতি। তৃতীয় উইকেটে মিরাজ-শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে ১৯ ওভার ১ বলে তিন অঙ্ক ছুঁয়েছে বাংলাদেশ।
দুই বলের ব্যবধানে ফিরলেন নাঈম-হৃদয়
পাওয়ার প্লের শেষ বলে নাঈম সাজঘরে ফেরার পর উইকেটে আসেন তৌহিদ হৃদয়। ক্যারিয়ারে প্রথমবার তিনে খেলতে নেমে পুরোপুরি ব্যর্থ হলেন হৃদয়। ১১তম ওভারে গুলবদিন নাঈবের তৃতীয় বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়েছেন তিনি। দুই বল খেললেও রানের খাতা খুলতে পারেননি।
ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ফিরলেন নাঈম
দুর্দান্ত ব্যাটিং করা নাঈমের শেষটা হল সাদা-মাটা। দশক ওভারের শেষ বলটা গুগলি করেছিলেন মুজিব উর রহমান। সেখানে লাইন মিস করে গেছেন নাঈম। ভালো একটা ওপেনিং জুটি থামল ৬০ রানে, নাঈম থেমেছেন ৩২ বলে ২৮ রান করে। বেশ ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারলেন না এ বাঁহাতি। ৬ ওয়ানডের ক্যারিয়ারে এটিই এখন নাঈমের সর্বোচ্চ স্কোর, আগের সর্বোচ্চ ছিল আগের ম্যাচেই করা ১৬ রান। আর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের ওপেনিং জুটিও এটা।
ওপেনিং জুটিতে বাংলাদেশের ফিফটি
ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো ইনিংস করতে নেমে শুরুতে কিছুটা নড়বড়ে ছিলেন মেহেদি হাসান মিরাজ। প্রথম ১৪ বলে ৫ রান করেছিলেন তিনি। এরপর ফারুকির এক ওভারে দুই চারে খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন। অপর প্রান্তে নাঈমও দুর্দান্ত ব্যাটিং করছেন। ফলে অষ্টম ওভারেই ওপেনিং জুটিতে ৫০ ছুঁয়ে ফেলেছে বাংলাদেশ। সাত ম্যাচ পর ওপেনিং জুটিতে ৫০ দেখল বাংলাদেশ।
নাঈমের ব্যাটে দুর্দান্ত শুরু
আগের ম্যাচে ধীরগতির শুরু করেছিলেন নাঈম। উইকেটে থিতুও হয়েছিলেন। কিন্তু বল আর রানের যে দূরত্ব ছিল সেটা গুছানর আগেই সাজঘরে ফেরেন। ফলে তার স্ট্রাইকরেট ছিল প্রশ্নবিদ্ধ। তবে আজ যেন সেসব সমালোচনার জবাব দেওয়ার প্রত্যয় নিয়েই মাঠে নেমেছেন এই ওপেনার। প্রথম ওভারেই দুই বাউন্ডারিতে ফজল হক ফারুকিকে ১৪ রান তুলেছেন নাঈম।
বাদ পড়লেন তামিম, শামীমের অভিষেক
শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের ব্যবধানে হারের পর আজ একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হল শামীম হোসেন পাটোয়ারীর। তাছাড়া একাদশে ফিরেছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ। অন্যদিকে একাদশে জায়গা হারিয়েছেন তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ- নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ- রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব-উর-রহমান ও ফজলহক ফারুকি।
আইনিউজ/ইউএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা