Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৪:২৪, ৪ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ০০:০৫, ৫ সেপ্টেম্বর ২০২৩

ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live

এখন দেখানো হচ্ছে ভারত বনাম নেপাল লাইভ স্কোর। সরাসরি উপভোগ করতে চাচ্ছেন তারা আমাদের প্রতিবেদনের থেকে দেখে নিন বলের আপডেট স্কোর। কেননা আমাদের এই প্রতিবেদনে সরাসরি দেখানো হচ্ছে ভারত বনাম নেপাল লাইভ ম্যাচ এবং India Vs Nepal Live Score.

আমরা গতকাল সহ এশিয়া কাপ ২০২৩ এর প্রত্যেকটি খেলার লাইভ আপডেট দিয়েছি। ঠিক একই ভাবে আমরা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এই ম্যাচের লাইভ খেলা। দেখতে ইচ্ছুক তারা আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ে নিন। যেমন গতকালের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ বনাম আফগানিস্তান। এ ম্যাচে জয়লাভ করেছিল বাংলাদেশ। এবারে পরবর্তী ম্যাচে দেখা যাবে কতদূর হবে তাদের জয় লাভের আশা। আজকের খেলাটি অনুষ্ঠিত হবে বেশ উত্তেজিতভাবে। কারণ আজকে রয়েছে বৃহত্তর দল ভারত এবং নেপাল।

ভারতের দলে রয়েছে রোহিত শর্মা, কিশান, বিরাট কোহলির মত দক্ষ সকল খেলোয়াড়রা। যারা বিগত ম্যাচগুলোতে অনেক ভালো দক্ষতার সাথে খেলেছেন। আজকে আমরা সকল দর্শকদের ভারত বনাম নেপাল লাইভ ম্যাচ দেখানোর জন্য এ প্রতিবেদনটি তৈরি করতেছি।

ভারত বনাম নেপাল লাইভ স্কোর

এখন কথা হচ্ছে কিভাবে ভারত বনাম নেপাল লাইভ স্কোর দেখবেন সে বিষয়টি।‌ শুধুমাত্র ওপার বাংলার মানুষ এ খেলা উপভোগ করবে তেমনটা নয়। ভারতের মানুষ যেমন ভাবে তাদের দেশকে পছন্দ করে ক্রিকেট খেলা উপভোগ করে। এমন ভাবেই উপভোগ করে এপার বাংলার বাংলাদেশের মানুষগুলো। যারা ভারতের বিভিন্ন ধরনের ক্রিকেট টুর্নামেন্ট দেখতে খুব পছন্দ করে।

প্রতিটি ভারত এবং অন্যান্য দেশের সাথে যে টুর্নামেন্টের আয়োজন করা হয় সেখানে কয়েক বিলিয়ন দর্শক হয়ে থাকে। কাজের ব্যস্ততা বা পড়াশোনার কারণে অনেকে সরাসরি টিভি চ্যানেলগুলোতে খেলা উপভোগ করতে পারে না। দিকে সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। অনেকেই এখানে ভিডিও খেলা দেখার জন্য সার্চ করে থাকে। আশানারুপ ফলাফল পাওয়া যায় না এখান থেকে। এখানে যদি খেলার লাইভ দেখানো হয় তাহলে সেটি কপিরাইট স্ট্রাইক হবে।

এর ফলে তারা ভারত বনাম নেপাল লাইভ স্কোর দেখতে পারে না ইউটিউব থেকে। ফেসবুক থেকে তারা যদি লাইভ দেখতে চান তাহলে সে ক্ষেত্রে কিছুক্ষণ পরপর লাইভগুলো পরিবর্তন হয়ে যায়। যার ফলে অনেকে খেলা উপভোগ করতে পারে না। প্রতিবেদনটি পড়লে আপনি খুব সহজে এই লাইভ স্কোর গুলো আপডেট দেখতে পারবেন কিছুক্ষণ সময় পর পর।

India Vs Nepal Live Score

India ( Batting)  147/0 (20.1) 
Nepal 230/10 (48.2)

India won by 10 Wicket DLS Method (17 balls left) 

ভারত বনাম নেপাল লাইভ ম্যাচ

এখানে ভারত বনাম নেপাল লাইভ ম্যাচ দেওয়া হচ্ছে সেটি হচ্ছে সর্বশেষ লাইভ স্কোর‌। এই স্কোরের মাধ্যমে আপনারা জানতে পারবেন কে কখন এবং কোন দল থেকে ব্যাটিং এবং বোলিং করছেন সে বিষয়টি। প্রত্যেক ওভারে এবং বলে বলে আপডেট দেওয়া হয়। সম্পূর্ণ সত্য এবং সঠিক। আর এই স্কোর গুলো আপডেট করা হয়ে থাকে লাইভ টিভি চ্যানেল থেকে স্কোর দেখে। সুতরাং রিয়েল টাইম আপডেট দেখতে আমাদের ওয়েবসাইট নিয়মিত দেখুন। এখানে এশিয়া কাপ ২০২৩ লাইভ দেখার পাশাপাশি আরো অন্যান্য সকল ফলাফল দ্রুত দেওয়া হয়ে থাকে।

India Vs Afghanistan Live stream

আপনি যদি ভারতের সাথে আফগানিস্তানের ম্যাচটি উপভোগ করতে চান যেটি এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে। সেটি দেখার জন্য আমাদের উপরের স্কোর বোর্ড থেকে দেখে নিতে পারেন। এখানে সঙ্গে সঙ্গে সকল ধরনের তথ্যগুলো আপডেট দেওয়া হচ্ছে। নেপালের অধিনায়ক অর্থাৎ ক্যাপ্টেন জানিয়েছে তারা ভারতের সঙ্গে মোকাবেলার জন্য পুরোপুরি প্রস্তুত। আর ইতিমধ্যে তারা প্রথমে জিতে ব্যাটিং নির্বাচন করে নিয়েছে।

এশিয়া কাপ লাইভ খেলা 

ইতিমধ্যে নেপাল দক্ষতার সাথে খেললেও তাদের একটি উইকেট হারিয়েছেন। আবার ভারত অনেক ভালো বোলিং করছে এদিক থেকে। বর্তমানে উত্তেজনাময় খেলা চলছে ভারত বনাম নেপাল ক্রিকেট লাইভ। যারা এ খেলাটি আরো উপভোগ করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং সকল আপডেটগুলো জেনে নিন।

এশিয়া কাপ ভারতের টিম স্কোয়াড ২০২৩

ভারত বনাম নেপাল লাইভ স্কোর যখন দেখবেন তখন আপনার খেলোয়াড়দের নাম জানা প্রয়োজন। কারণ কখন ব্যাটিং এবং বোলিং করছে তা জানতে হবে। কেমন কোন প্লেয়ার খেলে থাকে সেটি জানার ও দরকার। এবারের এশিয়া কাপে অংশগ্রহণ করেছে বিরাট কোহলি, রোহিত শর্মা ‌এর মত দক্ষ সকল টিম স্কোয়াড। আসুন তাহলে নিচে থেকে আমরা এখন দেখি কে কে রয়েছে এই টিমে।

  1. বিরাট কোহলি
  2. হার্দিক পাণ্ড্য
  3. রবীন্দ্র জাদেজা
  4. শ্রেয়স আইয়ার
  5. কেএল রাহুল
  6. সূর্যকুমার যাদব
  7. সঞ্জু স্যামসন
  8. মহম্মদ শামি
  9. মহম্মদ সিরাজ
  10. কুলদীপ যাদব
  11. অক্ষর প্যাটেল
  12. শার্দুল ঠাকুর
  13. তিলক ভার্মা
  14. ঈশান কিষাণ
  15. যশপ্রীত বুমরাজ
  16. শুভমান গিল
  17. রোহিত শর্মা 
  18. প্রসিদ্ধ কৃষ্ণ

এশিয়া কাপ নেপাল টিম স্কোয়াড ২০২৩

ভারতীয় ক্রিকেট টিম এর মত এখানে রয়েছে দক্ষ সকল খেলোয়াড়ের তালিকা। দর্শকরা আশা করছে এবারের নেপাল ভালো খেলবে এর বিরুদ্ধে। এখানের স্কোয়াড গুলো সুন্দর করে সাজানো হয়েছে দক্ষ সকল খেলোয়াড় দিয়ে। ইতিপূর্বে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং বেশ কয়েকটি ম্যাচে তারা ভালো পারফরমেন্স করেছেন। দেখি নেই তাদের দলের তালিকাটি

  1. রোহিত পাওদেল 
  2. করণ কেসি, 
  3. সন্দীপ লামিছানে
  4. ললিত রাজবংশী
  5. শ্যাম ধাকল
  6. সন্দীপ জোরা
  7. কিশোর মাহাতো 
  8. অর্জুন সৌদ
  9. কুশল ভূর্তেল
  10. আসিফ শেখ
  11. ভীম শারকি 
  12. কুশল মালা
  13. আরিফ শেখ
  14. দীপেন্দ্র সিং এরি
  15. গুলশন ঝা
  16. সোমপাল কামী

আপনারা এখন পড়তেছেন ভারত বনাম নেপাল লাইভ স্কোর সম্পর্কে। এশিয়া কাপ সম্পর্কে আরো বিভিন্ন তথ্য জানতে এবং কখন কোন দেশ খেলবেন এবং পয়েন্ট টেবিল কত সেগুলো জানতে আমাদের আই নিউজ পড়ুন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়