Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

মো. রওশান উজ্জামান রনি

প্রকাশিত: ০৮:৪০, ৫ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৩:৩১, ৬ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপ

আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা এশিয়া কাপ থেকে কোন দল নিচ্ছে বিদায়

afghanistan vs sri lanka | ছবি লিখক

afghanistan vs sri lanka | ছবি লিখক

গাদ্দাফি স্টেডিয়ামে আজকে বিকেল ৩.৩০ মিনিটে মাঠে নামছে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে অল্প ব্যবধানে হারায় তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা যাবে পরের পর্বে। আর শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে যদি বাংলাদেশের রানরেটকে আফগানরা ছাড়িয়ে যায় তাহলে বিদায় নিতে হবে লঙ্কানদের। তাদের রানরেট তখন বাংলাদেশের নিচে চলে যাবে। ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেলেও সমস্যা নেই বাংলাদেশের। এক পয়েন্ট নিয়ে বিদায় নিতে হবে রশিদ খানদের।

এবার আসুন জেনে নেই আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা এশিয়া কাপ ২০২৩ এ দুই দলের কারা থাকছেন সেরা একাদশে। নিচে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ক্রিকেটারদের নাম ও পজিশন দেখুন।

আফগানিস্তান ক্রিকেটারদের নাম                         

ব্যাটসম্যান

  • রহমানুল্লাহ গুরবাজ - (উইকেট কিপার) ডানহাতি ব্যাটসম্যান 
  • ইব্রাহিম জাদরান - ডানহাতি ব্যাটসম্যান 
  • রহমত শাহ - ডানহাতি ব্যাটসম্যান • ডানহাতি লেগ স্পিন বোলার 
  • হাশমতুল্লাহ শহীদী(অধিনায়ক) - বাঁহাতি ব্যাটসম্যান 
  • নাজিবুল্লাহ জাদরান - বাঁহাতি ব্যাটসম্যান 

অলরাউন্ডার

  • মোহাম্মদ নাবী - ডানহাতি ব্যাটসম্যান • ডানহাতি অফ স্পিন বোলার 
  • গুলবাদিন নায়েব - ডানহাতি ব্যাটসম্যান • ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার 
  • করিম জানাত - ডানহাতি ব্যাটসম্যান • ডানহাতি মিডিয়াম বোলার 

বোলার

  • রশিদ খান - ডানহাতি লেগ স্পিন বোলার 
  • ফজলহক ফারুকী - বাঁহাতি মিডিয়াম ফাস্ট বোলার 
  • মুজিবুর রহমান - ডানহাতি অফ স্পিন বোলার 

afghanistan-vs-sri-lanka_Live Win-Probability | Eye news

afghanistan vs sri lanka (Live Win-Probability)


শ্রীলঙ্কার ক্রিকেটারদের নাম                                  

ব্যাটসম্যান

  • পথুম নিসাঙ্কা - ডানহাতি ব্যাটসম্যান 
  • দিমুথ করুনারত্নে - বাঁহাতি ব্যাটসম্যান 
  • কুসল মেন্ডিস (উইকেট কিপার) - ডানহাতি ব্যাটসম্যান 
  • সাদিরা সামারাবিক্রমা - ডানহাতি ব্যাটসম্যান 
  • চারিথ আসালাঙ্কা - বাঁহাতি ব্যাটসম্যান 

অলরাউন্ডার

  • ধনঞ্জয়া ডি সিলভা - ডানহাতি ব্যাটসম্যান • ডানহাতি অফ স্পিন বোলার 
  • দাসুন শানাকা(অধিনায়ক) - ডানহাতি ব্যাটসম্যান • ডানহাতি মিডিয়াম বোলার 
  • Dunith Wellalage - বাঁহাতি লেগ স্পিন বোলার 

বোলার

  • কাসুন রাজিথা - ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার 
  • মহেশ থেকশান - ডানহাতি অফ স্পিন বোলার 
  • মাথিশা পাথিরানা - ডানহাতি ফাস্ট বোলার 

আই নিউজ/আর

আরও পড়ুন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়