Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪০, ৫ সেপ্টেম্বর ২০২৩

নাজমুল হোসেন শান্তর বিদায়ে ফিরলেন লিটন 

হঠাৎ করেই যেন কপাল পুড়লো দারুণ ছন্দে থাকা নাজমুল হোসেন শান্তর। এশিয়া কাপ ২০২৩ এর আসলে মাত্র দুইটি ম্যাচ খেলে টুর্ণামেন্টের সেরা রান সংগ্রাহক ছিলেন শান্ত। শেষ ম্যাচেও দলকে জেতানোর মূল কারিগরদের একজন নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে এশিয়া কাপকে বিদায় জানাতে হচ্ছে শান্তর। সর্বশেষ ম্যাচে পায়ের মাংসপেশী ছিড়ে যাওয়ায় আর কোনও ম্যাচ খেলতে পারবেন না এই ব্যাটার। তবে তাঁর জায়াগায় লিটন কুমার দাসকে দলে ফিরিয়েছে বিসিবি। 

নাজমুল হোসেন শান্তর দল থেকে ছিটকে পড়ার বিষয়টি মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিসিবি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। শান্ত নিজেও তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন। 

চলমান এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান (১৯৩) সংগ্রাহক নাজমুল হোসেন শান্তর। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ছিটকে গেলেন দল থেকে। শ্রীলংকা এবং আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে যথাক্রমে ৮৯ এবং ১০৪ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। তবে ইনজুরির কারণে এখানেই থামতে হচ্ছে নাজমুল হোসেন শান্তকে।

রোববার (৩ সেপ্টেম্বর) লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোটে পড়েন শান্ত। পরের দিন এমআরআই করানো হয়। এমআরআইয়ে ধরা পড়ে শান্তর হ্যামস্ট্রিংয়ে চোটে পড়ার বিষয়টি। 

জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানান,  ‘ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং ব্যথার কথা জানিয়েছিল সে (শান্ত) এবং পরে আর ফিল্ডিং করতে পারেননি। বিষয়টি নিশ্চিত হতে এমআরআই স্ক্যান করা হয়েছিল। সতর্কতা হিসেবে, শান্ত টুর্নামেন্টে আর অংশ নেবে না। পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে এবং বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে দেশে ফিরে আসবে।’

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি 
লাহোরে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ব্যাট হাতে মিরাজের শতকের পরেই শান্তও পেয়েছিলেন তিন অঙ্কের দেখা। ১০১ বলে এসেছে দুর্দান্ত সেঞ্চুরি। সেই শতক রান উৎসর্গ করেছে সদ্য পৃথিবীর আলো দেখা শান্তর সন্তানকে। বাচ্চাদের মতো ব্যাট কোলে নিয়ে নিজের সেঞ্চুরির উদযাপন পত্রিকাগুলোতে প্রকাশ হয়েছে ম্যাচের পরদিন। 

শান্তর জায়গায় খেলবেন লিটন 
এদিকে নাজমুল হোসেন শান্তর হঠাৎ করে বাদ পড়ে যাওয়ায় দলে ফিরছেন আরেক ফেভারিট ওপেনার লিটন কুমার দাস। টুর্ণামেন্টের শুরু থেকেই দলের সাথে থাকার কথা থাকলেও জ্বরের কারণে যোগ দিতে পারেন নি লিটন। পরে জানানো হয়, এশিয়া কাপের খেলবেন না লিটন কুমার দাস। তবে নাজমুল হোসেন শান্তর এমন আচানক বিয়োগে অনেকটা বাধ্য হয়েই দলে ফিরতে হয়েছে লিটনকে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়