Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯, ৬ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপ

পাকিস্তানের বিপক্ষে আজ যে পরিবর্তন নিয়ে নামবে বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোর পর্বের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আজ। পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে বাবর আজমের দলের বিপক্ষে ম্যাচ দিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর দারুণ ভাবে প্রত্যাবর্তন করেছে টাইগাররা। আফগানিস্তানকে উড়িয়ে জায়গা করে নিয়েছে সুপার ফোর পর্বে।

পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যান ইন গ্রিনদের সঙ্গে এখনো পর্যন্ত ওয়ানডেতে মোট ৩৭টি ম্যাচে মুখোমুখি হয়েছিল লাল-সবুজের দল। এসবের মধ্যে মাত্র ৫টি ম্যাচেই জিততে পেরেছে টাইগাররা। বাকি ৩২টি ম্যাচেই জয়ী পাকিস্তান।

এদিকে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে একটিও জয় নেই বাংলাদেশের। টাইগারদের বিপক্ষে ঘরের মাটিতে ১১টি ম্যাচ খেলে সবকটিতেই জয় পেয়েছে স্বাগতিকরা। ফলে বাংলাদেশের সামনে আজ থাকবে ইতিহাস সৃষথির উপলক্ষ্যও।

তবে বাবর আজমের দলের বিপক্ষে আজ জয়ের জন্য সেরাটা দিয়েই খেলতে হবে টাইগারদের। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশ সবশেষ মুখোমুখি হয়েছিল ২০১৯ সালে। ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের সে ম্যাচে পরাজিত হয়েছিল বাংলাদেশ। এদিকে সবশেষ ৫ ম্যাচের জয়-পরাজয়ের হিসেবে অবশ্য এগিয়েই আছে টাইগাররাই।

শ্রীলঙ্কার জয়, এশিয়া কাপ থেকে বাদ আফগানিস্তান

পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে বাংলাদেশ দলে এসেছে গুরুত্বপূর্ন পরিবর্তন। বাবর-রিজওয়ানদের বিপক্ষে আজ নাজমুল হোসেন শান্তকে পাচ্ছে না টাইগাররা। টুর্নামেন্টজুড়ে চূড়ান্ত ফর্মে থাকা এ ব্যাটার এবারের আসর থেকে ছিটকে গেছেন হ্যামস্ট্রিং ইনজুরির কারণে।

এদিকে শান্ত না থাকলেও কাল লিটন দাসকে পাবে বাংলাদেশ। জ্বরের কারণে এই টাইগার ব্যাটার ছিলেন না প্রথম দুই ম্যাচে। তবে সুস্থ হয়ে ফের তিনি দলে যোগ দিয়েছেন।

এদিকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে দলে ছিলেন আফিফ হোসেন এবং শামীম পাটোয়ারী। তবে আজ পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে এ দুজনের একজন দলে নাও থাকতে পারেন। পরিবর্তে যুক্ত হতে পারেন স্পিনার নাসুম আহমেদ।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়